বানবুরি কেক (সংবাদপত্র)

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
বানবুরি কেক
ধরনঅনলাইন পত্রিকা
মালিকনিউজকুয়েস্ট
প্রকাশকনিউজকুয়েস্ট
সম্পাদকসারা টেলর
ভাষাইংরেজি
সদর দপ্তরনিউজপেপার হাউস, ওসনি মিড
ওয়েবসাইটhttp://www.banburycake.co.uk

বfনবুরি কেক ইংল্যান্ডের অক্সফোর্ডে প্রকাশিত সংবাদপত্র, এটি নিউজকোয়েস্ট অক্সফোর্ডশায়ার দ্বারা প্রকাশিত একটি নিখরচার সাপ্তাহিক। পত্রিকাটি বানবারি এবং আশেপাশের অঞ্চলে সাধারণত বৃহস্পতিবার বিতরণ করা হয়। এতে স্থানীয় সংবাদ, খেলাধুলা, বিনোদন সংক্রান্ত সংবাদ, গুজব; পাশাপাশি চাকরী, গাড়ি এবং অন্যান্য বিজ্ঞাপন থাকে। এটি বানবুরি কেক থেকে এর নাম নেয়।

বর্তমান গঠন এবং ভবিষ্যত[সম্পাদনা]

অক্টোবর ২০১৭ সালে, নিউজকোয়েস্ট অক্সফোর্ডশায়ার চল্লিশ বছরেরও বেশি সময় ধরে প্রকাশের পরে বানবুরি কেক বন্ধ করার ঘোষণা দিয়েছিল তবে এটি অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে সংবাদ প্রকাশ অব্যাহত রাখবে। কাগজটি ১৯৮০ এর দশকে ৫৩,০০০ কপি বিতরণ করেছিল। ২০১৩ সালের মধ্যে এই সংখ্যাটি কেবল ১৩,০০০ কপিতে নেমে গিয়েছিল। [১] আজ, বানবুরি কেক তার ওয়েবসাইটের মাধ্যমে সম্প্রদায়কে সংবাদ সরবরাহ করে এবং সেবা করে চলেছে। [২]

তথ্যসূত্র[সম্পাদনা]

বহিঃসংযোগ[সম্পাদনা]