বানডাকা
অবয়ব
ভরা কোটাল এর সময় সমুদ্রের জল দ্রুতগতিতে নদীর মধ্যে প্রবেশ করলে ,তখন ভাটার স্রোতের বাধায় এবং দুই বাঁধের বাধার ফলে জোয়ারের জল আরো বেশি ফুলে ফেঁপে ওঠে এবং খাড়া দেওয়ালের মত সৃষ্টি করে। এইভাবে সৃষ্টি হওয়া জলোচ্ছ্বাস কে জো্য়ারি বান বলা হয়। নদীতে এই বান প্রবেশ করার সময় গর্জনের মতো শোনায় বলে একে বানডাকা বলা হয়।[১]
বান সৃষ্টির অনুকূল পরিবেশ
- নদীর মোহনা অগভীর হতে হবে।
- জোয়ারের সময় সমুদ্রের দিকে নদীর স্রোত হতে হবে।
- নদীর মোহনা চওড়া হওয়া দরকার।
- নদীখাত উচ্চ প্রবাহ সংকীর্ণ হওয়া দরকার।
- নদী মুখে সমুদ্রের জলোচ্ছ্বাস হওয়া প্রয়োজন।
- জোয়ার ও ভাটার মধ্যে উচ্চতা কমপক্ষে 5 মিটার হওয়া প্রয়োজন।
- নদীর মোহনা বিস্তৃত হওয়া দরকার।
- দীর্ঘ সময় ধরে নদীতে ভাটার টান উপস্থিত থাকা প্রয়োজন।
তথ্যসূত্র
- ↑ দাস, দুলাল (২০১৭)। দশম শ্রেণির ভূগোল ও পরিবেশ। ছায়া প্রকাশনী। পৃষ্ঠা 58।