বাগ-স্তোন-গ্ঝোন-নু-ত্শুল-খ্রিম্স

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
বাগ-স্তোন-গ্ঝোন-নু-ত্শুল-খ্রিম্স

বাগ-স্তোন-গ্ঝোন-নু-ত্শুল-খ্রিম্স (ওয়াইলি: bag ston gzhon nu tshul khrims) ত্রয়োদশ শতাব্দীর একজন তিব্বতী অনুবাদক ছিলেন।

সংক্ষিপ্ত জীবনী[সম্পাদনা]

বাগ-স্তোন-গ্ঝোন-নু-ত্শুল-খ্রিম্স রোং-পা-সের-সেং (ওয়াইলি: rong pa ser seng) নামক ভিক্ষুর নিকট বজ্রশিখরতন্ত্র সম্বন্ধে, তাগ-স্তোন-গ্ঝোন-নু-দ্পাল (ওয়াইলি: tag ston gzhon nu dpal) নামক ভিক্ষুর নিকট মহাকরুণিকা তত্ত্ব সম্বন্ধে এবং গ্যুং-স্তোন-র্দো-র্জে-দ্পাল (ওয়াইলি: g.yung ston rdo rje dpal) নামক ভিক্ষুর নিকট ম্খা'-স্প্যোদ-ব্স্ন্যেন-স্গ্রুব (ওয়াইলি: mkha' spyod bsnyen sgrub) নামক তত্ত্ব সম্বন্ধে শিক্ষালাভ করেন। তিনি লো-ত্সা-বা-ম্ছোগ-ল্দান-পা'ই-ব্লো-গ্রোস (ওয়াইলি: lo tsA ba mchog ldan legs pa'i blo gros) নামক তিব্বতী অনুবাদকেরও শিষ্য ছিলেন। তিনি তিব্বতে শিক্ষাগ্রহণ শেষ করে কাশ্মীর সহ ভারতের বিভিন্ন অংশ এবং নেপাল যাত্রা করে বিভিন্ন বৌদ্ধ পন্ডিতের নিকট শিক্ষালাভ করেন। তিনি বহু সংস্কৃত গ্রন্থ তিব্বতীতে অনুবাদ করেন, যার মধ্যে সর্বাপেক্ষা উল্লেখযোগ্য বজ্রশিখরতন্ত্র অনুবাদ। তার উল্লেখযোগ্য শিষ্য ছিলেন স্নার-থাং-পা-ত্শুল-খ্রিম্স-র্গ্যাল-ম্ত্শান (ওয়াইলি: snar thang pa tshul khrims rgyal mtshan)[১]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. Gardner, Alexander (এপ্রিল ২০১০)। "Bakton Zhonnu Tsultrim"The Treasury of Lives: Biographies of Himalayan Religious Masters 

আরো পড়ুন[সম্পাদনা]

  • Roerich, George, trans. 1996. The Blue Annals. 2nd ed. Delhi: Motilal Banarsidas, pp. 396. 1007, 1043.