বাংলাদেশে বিদ্যুৎ বিপর্যয় ২০২২

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

বাংলাদেশে বিদ্যুৎ বিপর্যয় ২০২২ বলতে ২০২২ সালের ৪ অক্টোবর বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহের জাতীয় গ্রিডে বিপর্যয়ের কারণে ঢাকা, চট্টগ্রাম, ময়মনসিংহ সিলেট বিভাগসহ দেশটির পূর্বাঞ্চলের জেলাগুলোর বিদ্যুৎহীন হওয়াকে বোঝায়।[১][২]

প্রেক্ষাপট[সম্পাদনা]

যমুনা সেতুর পূর্ব পাশের জাতীয় গ্রিডে দুপুর ২টা পাঁচ মিনিটে বিপর্যয় শুরু হয়, এই বিপর্যয়ের কারণে জাতীয় গ্রিড পূর্বাঞ্চলে সংযুক্ত পাওয়ার স্টেশনগুলো বন্ধ হয়ে গেলে রাজধানী ঢাকা, চট্টগ্রাম, সিলেট, ময়মনসিংহ বিভাগসহ বাংলাদেশের ৩২ জেলা চার ঘণ্টা পুরোপুরি বিদ্যুৎহীন ছিল।[৩] বিপর্যয়ের কারণ প্রকাশিত হয়নি, তবে বাংলাদেশ সরকারের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের বিদ্যুৎ বিভাগ বলেছে,

ঘোড়াশাল বিদ্যুৎকেন্দ্র থেকে বিদ্যুৎ নেওয়ার সময় বিপর্যয়ের সূত্রপাত হয়।

এইদিন বিকাল থেকে বঙ্গভবন সহ বিভিন্ন এলাকায় বিদ্যুৎ রিস্টোর হওয়া শুরু হয়, রাত নয়টায় রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় বিদ্যুৎ আসতে শুরু করে।[৪][৫]

প্রভাব[সম্পাদনা]

বিপর্যয়ের কারণে রাজধানী ঢাকাসহ সহ অন্যান শহরের রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ স্থাপনা, বঙ্গভবন এবং গণভবন বিদ্যুৎহীন ছিল।[৬][৭] বিদ্যুৎ না থাকায় শহরগুলোর রাস্তার বাতি ও বিদ্যুতের উপর নির্ভরশীল সবধরনের শিল্প প্রতিষ্ঠানের উৎপাদন বন্ধ ছিলো।[৮][৯] এর প্রভাবে টেলিযোগাযোগ ও ইন্টারনেট সেবাতেও বিঘ্ন‌ ঘটেছে।[১০] এছাড়া হাসপাতালগুলোতেও বিদ্যুৎ না থাকায় স্বাস্থ্য সেবা ব্যাহত হয়েছে।[১১] বিপর্যয় চলাকালে মোমবাতির ব্যাপক চাহিদা ও সংকট দেখা যায়।[১২]

এর প্রভাব কয়েকদিন পর্যন্ত বিদ্যমান ছিল, বন্ধ হয়ে যাওয়া বিদ্যুৎকেন্দ্রগুলো পুনরায় চালু করতে দুই দিনের বেশি সময় লেগেছে যার কারণে দেশজুড়ে লোডশেডিংয়ের পরিমাণ বেড়েছে।[১৩]

পরবর্তীতে দায়িত্বে অবহেলার কারণে পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশের সহকারী প্রকৌশলী ও উপ-সহকারী প্রকৌশলী পদের দুইজন কর্মকর্তাকে সাময়িক বহিষ্কার করা হয়।[১৪]

আরও দেখুন[সম্পাদনা]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "সংরক্ষণাগারভুক্ত অনুলিপি"। ৪ অক্টোবর ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৫ অক্টোবর ২০২২ 
  2. "সংরক্ষণাগারভুক্ত অনুলিপি"। ৪ অক্টোবর ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৫ অক্টোবর ২০২২ 
  3. "সংরক্ষণাগারভুক্ত অনুলিপি"। ৫ অক্টোবর ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৫ অক্টোবর ২০২২ 
  4. News, Somoy। "বিপর্যয় কাটিয়ে স্বাভাবিক হচ্ছে বিদ্যুৎ সরবরাহ | বাংলাদেশ"Somoy News 
  5. প্রতিবেদক, নিজস্ব। "বিপর্যয় কাটিয়ে স্বাভাবিক হচ্ছে বিদ্যুৎ সরবরাহ"Prothomalo 
  6. "বিদ্যুৎ ফিরেছে বঙ্গভবনে, আলো ফিরছে দেশে"Newsbangla24 
  7. "বিদ্যুৎ এসেছে যেসব এলাকায়"www.shomoyeralo.com 
  8. "বিদ্যুৎ বিপর্যয়: পোশাক কারখানায় উৎপাদন ব্যাহত"jagonews24.com 
  9. প্রতিবেদক, নিজস্ব। "বিদ্যুৎ বিপর্যয়: রাজধানীর রাস্তাঘাট অন্ধকার"www.prothomalo.com 
  10. "বিদ্যুৎ বিপর্যয়ের প্রভাব টেলিযোগাযোগ সেবাতেও"Newsbangla24 
  11. "বিদ্যুৎ বিপর্যয়ের প্রভাব পড়েছে হাসপাতাল-বাসাবাড়িতে"citynewsdhaka.com 
  12. "বিদ্যুৎ বিপর্যয়ে দোকানে মোমবাতি সংকট"jagonews24.com 
  13. "বিদ্যুৎ বিপর্যয়ের কারণ জানা যায়নি, বেড়েছে লোডশেডিং"প্রথম আলো 
  14. "জাতীয় গ্রিডে বিপর্যয়: সাময়িক বরখাস্ত হচ্ছেন পিজিসিবির ২ কর্মকর্তা"সমকাল (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২২-১০-২৬