বাংলাদেশের জনতাত্ত্বিক সূচক

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

২০১৮ সালে বাংলাদেশের প্রাক্কলিত জনসংখ্যা ১৬,৬৫,৬৫,৩৩৯ জন। এর মধ্যে প্রতি ৯৭ জন পুরুষের বিপরীতে নারীর সংখ্যা ১০০ জন। জনসংখ্যার মাাপে বাংলাদেশ পৃথিবীর অষ্টম বৃহত্তম দেশ। প্রতি বর্গ কিলোমিটারে ১১২২ জন মানুষ বাস করে। প্রতি বৎসর জনসংখ্যা বৃদ্ধির প্রাক্কলিত হার ১.০৪ শতাংশ। প্রতি ১০ বছর পরপর বাংলাদেশে জনগণনা বা আদমশুমারী (census) করা হয়ে থাকে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো একটি সরকারী সংস্থা যা বাংলাদেশের জনমিতির খতিয়ান তৈরী করে থাকে।

২০১১ সালের আদমশুমারী[সম্পাদনা]

জনসংখ্যা[সম্পাদনা]

২০১৮ সালে বাংলাদেশের প্রাক্কলিত জনসংখ্যা ১৬৬,৫৬৫,৩৩৯ জন।

বিষয়বস্তু সংখ্যা সাল
পুরুষ ৮০.৫ মিলিয়ন ২০১৬
নারী ৮০.৩ বিলিয়ন ২০১৬
মোট ১৬০.৮ মিলয়ন ২০১৬

বয়ঃকাঠামো: ২০১৭'র প্রাক্কলন[সম্পাদনা]

  • ০-১৪ বৎসর: ২৭.৭৬ শতাংশ
    • পুরুষ ২,২২,৮৩,৭৮০ জন
    • নারী ২,১৫,২১,৯৭৭
  • ১৫-২৪ বৎসর: ১৯.৩৬ শতাংশ
    • পুরুষ ১৫,309,543 জন
    • নারী ১,৫২,৪১,৯৭১ জন
  • ২৫-৫৪ বৎসর: ৩৯.৭৩ শতাংশ
    • পুরুষ 30,094,014 জন
    • নারী 32,614,286 জন
  • ৫৫-৬৪ বছর: ৬.৯৩ শতাংশ
    • পুরুষ 5,405,900 জন
    • নারী 5,527,330 জন
  • ৬৫+ বৎসর: 6.23 শতাংশ
    • পুরুষ 4,666,033 জন
    • নারী 5,161,744 জন

[১]

ধর্মভিত্তিক বিভাজন[সম্পাদনা]

  • মুসলিম- ৮৮.৪ শতাংশ
  • অন্যান্য ১১.৬ শতাংশ

জনসংখ্যার বৈশিষ্ট্য[সম্পাদনা]

প্রজনন[সম্পাদনা]

আয়ুষ্কাল[সম্পাদনা]

  • গড় প্রত্যাশিত আয়ুষ্কাল ৭১.৬ বছর
  • পুরুষদের গড় আয়ুষ্কাল ৭০.৩ বছর
  • নারীদের ৭২.৯ বছর

মরণশীলতা[সম্পাদনা]

বৈবাহিক অবস্থা[সম্পাদনা]

সাক্ষরতার হার[সম্পাদনা]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. Bangladesh Demographics Profile

আরও দেখুন[সম্পাদনা]

বহি:সংযোগ[সম্পাদনা]