বাঁঙ্কে চামার

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

বঙ্কে চামার ছিলেন একজন স্বাধীনতা কর্মী, তিনি সিপাহী বিদ্রোহ ১৮৫৭ অংশ নেন। তিনি ছিলেন জৌনপুর জনপদের কুচরপুর গ্রাম, মাচালি শাহের বাসিন্দা। সিপাহী বিদ্রোহের পর বাঁঙ্কে চামার ও তার ১৮ জন সহযোগীকে বাঘি (বিদ্রোহী) ঘোষণা করা হয়েছিল। গ্রেপ্তার হওয়ার পরে চামারকে ফাঁসি দেওয়া হয়েছিল।[১]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. Narayan, Badri (২০০৬-১১-১৪)। Women Heroes and Dalit Assertion in North India: Culture, Identity and Politics। পৃষ্ঠা 99। আইএসবিএন 9780761935377