বশিষ্ঠসিদ্ধান্ত

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

বশিষ্ঠসিদ্ধান্ত হলো প্রারম্ভিক ভারতীয় জ্যোতির্বিদ্যা সম্পর্কিত ব্যবস্থা, যা বরাহমিহিরের পঞ্চসিদ্ধান্তিকা এ সংক্ষিপ্ত করা হয়েছে।[তথ্যসূত্র প্রয়োজন] এটির রচয়িতা ঋষি বশিষ্ঠ এবং এর রচনাকাল সম্ভবত ১২৯৯-১৩০১ খ্রীস্টপূর্ব।[১] মূল লেখাটি সম্ভবত চতুর্থ শতাব্দীর, কিন্তু এটি হারিয়ে গেছে এবং এটি সম্পর্কে আমাদের জ্ঞান বরাহমিহিরের বিবরণে সীমাবদ্ধ। ইরানি পণ্ডিত আল বেরুনি বিষ্ণুচন্দ্রের নিকট রচনাটির সূচনা করেন।[তথ্যসূত্র প্রয়োজন] বর্তমানে বশিষ্ঠসিদ্ধান্তিকা নামে একটি আধুনিক রচনা রয়েছে।[২]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. History of Astronomy (1834), আইএসবিএন ০-৫৪৩-৯৪৯৮৭-৭, p. 117
  2. Albrecht Weber, The History of Indian Literature, p. 258; Romesh Chunder Dutt, A History of Civilization in Ancient India, p. 209