বিষয়বস্তুতে চলুন

বলা চিত্তরঞ্জন দাস শেট্টি

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
বলা চিত্তরঞ্জন দাস শেট্টি
দাস শেট্টির প্রতিকৃতি
দাস শেট্টির প্রতিকৃতি
জন্ম(১৯৪৪-০৮-৩০)৩০ আগস্ট ১৯৪৪
বলা গ্রামা, কারকলা, উডুপি, কর্ণাটক।
মৃত্যু৭ আগস্ট ২০১৬(2016-08-07) (বয়স ৭১)
ম্যাঙ্গালোর, কর্ণাটক, ভারত
পেশাঔপন্যাসিক
জাতীয়তাভারতীয়
ধরনফিকশন, কাব্য, নাটক, প্রবন্ধ
উল্লেখযোগ্য পুরস্কারটুলু গৌরবা পুরস্কার
২০১২
রাজ্যস্তব পুরস্কার, সাহিত্য
২০১৩
দাম্পত্যসঙ্গীকুশলা শেট্টি
সন্তানদুইজন সন্তান

বলা চিত্তরঞ্জন দাস শেট্টি (৩০ আগস্ট ১৯৪৪ - ৭ আগস্ট ২০১৬) একজন সুপরিচিত টুলু এবং কন্নড় ভাষার লেখক ছিলেন, [] যিনি ২০১০ সালে ১৬তম ম্যাঙ্গালোর তালুক কন্নড় সাহিত্য সম্মেলনের সভাপতি হয়েছিলেন। [][] তিনি ৭ই আগস্ট ২০১৬ সালে তাঁর নিজস্ব বাসভবনে মারা যান এবং কুথার গুথুতে তাঁর শেষকৃত্য অনুষ্ঠিত হয়। প্রয়াণকালে তার বয়স হয়েছিল ৭২ বছর।

সাহিত্যকর্ম

[সম্পাদনা]
  • পোন্নু মন দ্য ডল - টুলু ভাষার নাটক (১৯৭৩)
  • কম্বল, কম্বলের উপর প্রবন্ধ কম্বলের প্রথম লিখিত নথি (১৯৮৩)
  • বান্টস অ্যান্ড দ্য এলিয়েন বান্ডেল কালচার 'সারভাইভারস' — কন্নড় উপন্যাস (১৯৯০)
  • কুড়ি, কন্নড় উপন্যাস (২০০৫)
  • ‘নীর’ - শিশুদের জন্য টুলু নাটক (২০০৬)
  • ‘বিন্নেদি’ বইটিতে ঐতিহ্যবাহী টুলু শিল্পকলা পদ্-দনা সম্পর্কে তথ্য রয়েছে।

পদ্-দনা বর্তমানকালের প্রাসঙ্গিকতার আঙ্গিকে কিংবদন্তি কোটি-চেন্নাইয়ার জীবন এবং অ্যাডভেঞ্চারগ নিয়ে লেখা। করে (২০০৬)।

  • টুলু ওয়ার্ড-ডোনেশন সিডি - 'বিন্নেদি' আছে এতে (সিরি পদ্_দনা) (২০০৭)
  • ‘আমারা বীরেরা মামান্নে’ কোটি চেন্নাই পদ্-দনা (২০০৮)
  • ‘অন্তি অবন্তি’ - উত্তর কর্ণাটকের যৌন সংখ্যালঘু বা জোগাপ্পা (এলাম্মা দেবীর পুরুষ ভক্ত) নিয়ে কন্নড় উপন্যাস (২০০৮)
  • 'থাম্মালে অরুভত্নি কট্ট্' - তুলুনাডু সংস্কৃতি সম্পর্কে প্রবন্ধগ্রন্থ (২০০৮)
  • 'শ্রী মাধব প্রাণ' কাকড়া শেঠি 'পেপ্পু ভেলা' - মাধবের প্রারম্ভিক জীবন সম্পর্কে একটি মহাকাব্যিক কবিতাগুচ্ছ। পাদনার উডুপির কাছে পদজায় জন্মগ্রহণ করেন মাধব, তিনি বৈষ্ণব সাধক এবং দ্বৈত স্কুলের প্রতিষ্ঠাতা। (২০০৯)
  • 'শ্রী মাধব ভারত' টুলু পদদনা। (২০১০)
  • বান্টস এবং আলিয়া কাট্টু সংস্কৃতি সম্পর্কে কন্নড় উপন্যাস 'আলিদুলিদাভারু' - লেখক কর্তৃক পুনর্মুদ্রণ (২০১৯)
  • 'অন্নার্থী' - কন্নড় পদ্-দনা (২০১১)
  • ‘অতিস্থয়া’ - কন্নড় উপন্যাস (২০১৫)

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "I will strive for development of Tulu: Gowda - Times Of India"web.archive.org। ২০১১-০৮-১১। ২০১১-০৮-১১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২২-০৩-০৭ 
  2. "Mangalorean.Com- Serving Mangaloreans Around The World!"web.archive.org। ২০১০-০৫-০৪। Archived from the original on ২০১০-০৫-০৪। সংগ্রহের তারিখ ২০২২-০৩-০৭ 
  3. "Mangalorean.Com- Serving Mangaloreans Around The World!"web.archive.org। ২০১১-০৭-১৪। Archived from the original on ২০১১-০৭-১৪। সংগ্রহের তারিখ ২০২২-০৩-০৭