বলনই মেট্রো স্টেশন

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
বলনই
মুম্বই মেট্রো স্টেশন
অবস্থানমুম্বই
স্থানাঙ্ক১৯°১১′৪৯″ উত্তর ৭২°৫০′০৩″ পূর্ব / ১৯.১৯৬৯৩৪১° উত্তর ৭২.৮৩৪২৮৫৩° পূর্ব / 19.1969341; 72.8342853
মালিকানাধীনমুম্বাই মহানগর অঞ্চল উন্নয়ন কর্তৃপক্ষ
লাইনলাইন ২এ
প্ল্যাটফর্ম২ টি (পার্শ্ব প্ল্যাটফর্ম)
রেলপথ২ টি
নির্মাণ
গঠনের ধরনউত্তোলিত
প্ল্যাটফর্মের স্তর
পার্কিংনা
সাইকেলের সুবিধানা
ইতিহাস
চালু১৯ জানুয়ারি ২০২৩; ১৪ মাস আগে (2023-01-19)
অবস্থান
মানচিত্র

বলনই মেট্রো স্টেশন হল মুম্বই মেট্রোর একটি স্টেশন।[১] স্টেশনটি পশ্চিম মুম্বইয়ের নিউ লিংক রোডের উপরে উত্তোলিত ভাবে অবস্থিত। এটি মুম্বই মেট্রো লাইন ২এ-এর স্টেশন হিসেবে কাজ করে। স্টেশনটির উদ্বোধন ২০২৩ সালের ১৯শে জানুয়ারি করা হবে।[২]

স্টেশনটি মুম্বাই মহানগর অঞ্চল উন্নয়ন কর্তৃপক্ষের মালিকানাধীন।

ইতিহাস[সম্পাদনা]

বলনই মেট্রো স্টেশনটি লাইন ২এ-এর দ্বিতীয় প্যাকেজে নির্মাণের ঘোষণা করা হয়েছিল। জে কুমার ইনফ্রা প্রা. লিমিটেড ২০১৬ সালের জুন মাসে লাইন ২এ-এর উভয় প্যাকেজের নির্মাণ কাজের চুক্তি প্রদান করা হয়েছিল। প্রতিটি প্যাকেজের মূল্য ₹৭০০ কোটি অনুমান করা হয়েছিল। জে কুমার ইনফ্রা প্রা. লিমিটেড রিজার্ভ মূল্যের নীচে বিড করেছিল। চুক্তি অনুযায়ী সংস্থাটি দ্বিতীয় প্যাকেজের উত্তোলিত মেট্রো পথ ও অন্যান স্টেশন সহ বলনই মেট্রো স্টেশনের নির্মাণ কাজ শুরু করেছিল।[৩]

স্টেশন[সম্পাদনা]

গঠন[সম্পাদনা]

মুম্বই মেট্রোর লাইন ২এ-এর অন্তর্গত বলনই মেট্রো স্টেশনটি গঠনগতভাবে একটি উত্তোলিত মেট্রো স্টেশন। স্টেশনের মোট ৩ টি স্তর রয়েছে। প্রথম স্তর বা ভূমি স্তরে স্টেশনের প্রবেশ পথ ও প্রস্থান পথ শুরু বা শেষ হয়। দ্বিতীয় স্তর বা মধ্যবর্তী স্তরে স্টেশনের ভাড়া নিয়ন্ত্রণ, স্টেশন এজেন্ট, মেট্রো কার্ড বিক্রিয় মেশিন, ক্রসওভার প্রভৃতি অবস্থিত। তৃতীয় স্তর বা অন্তিম স্তরে প্ল্যাটফর্ম ও রেল ট্র্যাক অবস্থিত।

প্ল্যাটফর্ম[সম্পাদনা]

বলনই মেট্রো স্টেশনে মোট ২ টি পার্শ্ব প্ল্যাটফর্ম রয়েছে। পার্শ্ব প্ল্যাটফর্ম দুটি স্টেশনের দ্বিতীয় স্তর বা মধ্যবর্তী স্তরে মাধ্যমে পরস্পরের সঙ্গে সংযুক্ত রয়েছে।

বিদ্যুৎ ও সংকেত ব্যবস্থা[সম্পাদনা]

মুম্বই মেট্রোর অন্য সকল স্টেশন ও রেলপথের মত বলনই স্টেশনেও ট্রেন পরিচালনার জন্য ওভারহেড ক্যাটেনারি দ্বারা ২৫ হাজার ভোল্টের এ.সি. বিদ্যুৎ ব্যবস্থা ব্যবহার করা হয়।

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "MMRDA Publishes Mumbai Metro Yellow Line-2A's Station Names"www.themetrorailguy.com। সংগ্রহের তারিখ ১৩ জানুয়ারি ২০২৩ 
  2. "Travel guide for Mumbai Metro lines 2A and 7; PM Modi likely to launch the stretches on Jan 19"। ১১ জানুয়ারি ২০২৩। সংগ্রহের তারিখ ১৩ জানুয়ারি ২০২৩ 
  3. "Tainted J Kumar Infraporjects bags Dahisar-DN Nagar Metro 2A project"dna। ৯ আগস্ট ২০১৬। ১৫ অক্টোবর ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৩ জানুয়ারি ২০২৩