বব ডিলান (অ্যালবাম)

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
বব ডিলান
A close-up of Bob Dylan wearing a coat and hat, holding a guitar
কর্তৃক স্টুডিও অ্যালবাম
মুক্তির তারিখ১৯ মার্চ ১৯৬২ (1962-03-19)
শব্দধারণের সময়নভেম্বর ২০ ও ২২, ১৯৬১, কলম্বিয়া রেকডিং স্টুডিও, নিউ ইয়র্ক সিটি, নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র
ঘরানাফোক
দৈর্ঘ্য৩৬:৫৪
সঙ্গীত প্রকাশনীকলম্বিয়া
প্রযোজকজন এইস. হেমন্ড
বব ডিলান কালক্রম
বব ডিলান
(১৯৬২)
দ্য ফ্রিহুইলিন বব ডিলান
(১৯৬৩)
পেশাদারী মূল্যায়ন
পর্যালোচনা স্কোর
উৎসমূল্যায়ন
অলমিউজিক৪/৫ তারকা[১]
এন্টারটেইনমেন্ট উইকলিB[২]
রোলিং স্টোন৪/৫ তারকা[৩]

বব ডিলান, ১৯৬২ সালের ১৯ মার্চ কলম্বিয়া রেকর্ডস কর্তৃক প্রকাশিত আমেরিকার বিখ্যাত গায়ক ও গীতিকার বব ডিলান এর প্রথম স্টুডিও অ্যালবাম।[৪] মূলত এই অ্যালবামের মাধ্যমেই বব ডিলান সংঙ্গীত শিল্পী হিসেবে আত্মপ্রকাশ করেন। অ্যালবামটি প্রযোজনা করেছেন জন এইস. হেমান্ড। এই অ্যালবামে ফোক গানের পাশাপাশি দুটি মৌলিক গানও রয়েছে। মৌলিক গান দুটি হলো, "টকিন’ নিউইয়র্ক" এবং "সং টু উডি"।

গান সমূহ[সম্পাদনা]

প্রথম পাশ
নং.শিরোনামরচয়িতাদৈর্ঘ্য
১."ইউ আর নো গুড"জেসি ফলার১:৪০
২."টকিন’ নিউ ইয়র্ক"বব ডিলান৩:২০
৩."ইন মাই টাইম অফ ডাইং"ট্রেড. এআরআর. ডিলান২:৪০
৪."ম্যান অফ কন্সটেন্ট সরো"ট্রেড. এআরআর. ডিলান৩:১০
৫."ফিক্সিন’ টু ডাই"বুক্কা হুয়াইট২:২২
৬."প্রিটি প্যাগি-০"ট্রেড. এআরআর. ডিলান৩:২৩
৭."হাইওয়ে ৫১"কার্টিস জোন্স২:৫২
দ্বিতীয় পাশ
নং.শিরোনামরচয়িতাদৈর্ঘ্য
৮."গোসপাল প্লো"ট্রেড. এআরআর. ডিলান১:৪৭
৯."বেবি, লেট মি ফলো ইউ ডাউন"ট্রেড. এআরআর. এরিক ভন২:৩৭
১০."হাউস অফ রাইজিং সান"ট্রেড. এআরআর. দেব ভেন রন্ক৫:২০
১১."ফ্রেইট ট্রেইন ব্লুস"ট্রেড., রয় কাফ২:১৮
১২."সং টু উডি"বব ডিলান২:৪২
১৩."সি দ্যাট মাই গ্রেভ ইজ কেপ্ট ক্লিন"ব্লাইন লেমন জেফারসন২:৪৩

ব্যাক্তিত্ব[সম্পাদনা]

  • বব ডিলান – ভোকাল, অ্যাকুইস্টিক গিটার, হারমোনিকা
প্রযুক্তি
  • জন এইস হেমন্ড – প্রযোজনা

চার্ট[সম্পাদনা]

অ্যালবাম

বছর চার্ট অবস্থান
১৯৬৫ ইউকে টপ ৭৫ ১৩[৫]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. Allmusic review
  2. "Entertainment Weekly review"। ২৮ সেপ্টেম্বর ২০১১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৯ মে ২০১৩ 
  3. Rolling Stone review
  4. Andy Greene, Rolling Stone (মার্চ ১৯, ২০১২)। "50 years ago today: Bob Dylan released his debut album"CNN। সংগ্রহের তারিখ ২০১৩-০৫-২৬ 
  5. "Bob Dylan"Chart Stats। ১৯ মার্চ ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৯ মে ২০১৩ 

পাদটীকা[সম্পাদনা]