বব্বিলি বীণা

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
বব্বিলি বীণা
বব্বিলি বীণা, গ্লাস বাক্সে সাজিয়ে রাখা।

বব্বিলি বীণা হল কর্নাটকী ধ্রুপদী সংগীতে ব্যবহৃত একটি বিশাল তন্তুবাদ্য। এই বীণার নামকরণ করা হয়েছিল, এটি যেখানে আবিষ্কার করা হয়েছিল সেই বব্বিলির নামানুসারে। ২০১১ সালে বাদ্যযন্ত্রটি ভারত সরকারের কাছ থেকে একটি ভৌগোলিক নির্দেশক চিহ্ন পেয়েছিল।[১][২] [৩][৪]

ইতিহাস[সম্পাদনা]

১৭ শতকে পেড্ডা রায়ডুর শাসনকালে বীণা তৈরির কাজ শুরু হয়েছিল। সেই সময়ে, ভারতে, বিশেষত দক্ষিণ ভারতে, বীণা বাদন প্রচলিত ছিল। বব্বিলি রাজ্যের শাসকগণ সংগীত পছন্দ করতেন এবং তাঁদের মধ্যে অনেকে বীণা বাজাতে শিখতেন। মনে করা হয় অন্ধ্রপ্রদেশ রাজ্যের বিজয়নগরম জেলার বব্বিলিতে বব্বিলি বীণার আবিষ্কার হয়েছিল। [৫]

সরস্বতী বীণা বা একান্দ বীণা নামে পরিচিত বব্বিলি বীনা, উনিশ শতকের শেষেরদিকে অস্তিত্ব লাভ করেছিল, যখন বিজয়নগরমের একজন কারিগর মুসান্না চিনায়া বব্বিলির কারিগর এবং তাঁদের পৃষ্ঠপোষককে উন্নত মানের বীণা তৈরির আহ্বান জানিয়েছিলেন। সংগীতের সমঝদার বব্বিলি সংস্থানমের ত্ৎকালীন জমিদার রাজা রাভু ভেঙ্কট কুমার কৃষ্ণ রঙ্গা রাও এই আহ্বানটি গ্রহণ করেছিলেন এবং বিশ্ব ব্রাহ্মণ সম্প্রদায়ের অন্তর্ভুক্ত সর্বসিদ্ধি আচান্নাকে অসাধারণ মানের একটি বীনা তৈরি করতে বলেছিলেন। সর্বসিদ্ধি আচান্না তাঁর ভাই সর্বসিদ্ধি আপ্পলা স্বামী মস্ত্রিকে সঙ্গে নিয়ে দুই মাসেরও কম সময়ের মধ্যে প্রথম বব্বিলি বীণা তৈরি করেছিলেন। [৬] বব্বিলি রাজ্যে, সর্বসিদ্ধি সম্প্রদায়ের কারিগররা বীণা সরবরাহ করতেন। এই কারিগররা গোল্লাপল্লি থেকে এসেছিলেন। যে কারিগর সম্প্রদায় এই বাদ্যযন্ত্রটি তৈরি করেন তাঁরা "বব্বিলি বীণা সমপ্রদায়ম" (বব্বিলি বীণা সম্প্রদায়) নামে পরিচিত.[৭]

বর্ণনা[সম্পাদনা]

একটি বব্বিলি বীণা একক কাঠের টুকরো থেকে খোদাই করে তৈরি করা হয় এবং এই জন্য এর আর একটি নাম একান্দ বীণা।[৮]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. ":::GIR Search:::"ipindiaservices.gov.in। ৮ মে ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৫ মে ২০১৭ 
  2. "State Wise Registration Details of G.I Applications (15 September 2003 – Till Date)" (PDF)Geographical Indication Registry। পৃষ্ঠা 6। সংগ্রহের তারিখ ৫ মে ২০১৭ 
  3. "Bobbili veena gets special GI tag"The Times of India। সংগ্রহের তারিখ ২৫ জানুয়ারি ২০১৬ 
  4. "Bobbili touch keeps veena alive"The Hindu (ইংরেজি ভাষায়)। ১৪ এপ্রিল ২০১৪। সংগ্রহের তারিখ ২৫ জানুয়ারি ২০১৬ 
  5. Ranjan, Aditi; Ranjan, M. P. (২০০৯)। Handmade in India: A Geographic Encyclopedia of Indian Handicrafts। Abbeville Press। পৃষ্ঠা 281। আইএসবিএন 978-0-7892-1047-0 
  6. "Bobbili Veena – #AndhraPradeshCraftSeries"। সংগ্রহের তারিখ ১১ মার্চ ২০২১ 
  7. "Craft of making Bobbili Veena, Carnatic music, India,Tanjore"। Gaatha। সংগ্রহের তারিখ ২৫ জানুয়ারি ২০১৬ 
  8. "Lepakshi Bobbili Veena"। lepakshihandicrafts। ৩১ জানুয়ারি ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৫ জানুয়ারি ২০১৬