বঙ্গবিজেতা

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
বঙ্গবিজেতা

বঙ্গবিজেতা রমেশচন্দ্র দত্ত রচিত একটি ঐতিহাসিক উপন্যাস । উপন্যাসটি ১৮৭৪ খ্রীষ্টাব্দে প্রকাশিত হয়েছিল । এই উপন্যাসটি মুঘল সম্রাট আকবর দ্বারা নিযুক্ত প্রাদেশিক শাসনকর্তা টোডরমলের বিরুদ্ধে জমিদার অমরসিংহের বিদ্রোহ নিয়ে রচিত হয়েছিল ।

উপন্যাসটিতে লেখক ইতিহাসের মর্যাদাকে রক্ষা করলেও মানবজীবনের সাথে ইতিহাসের সম্পর্ককে তুলে ধরতে ব্যর্থ হয়েছেন । বঙ্গবিজেতার ঐতিহাসিক অংশ সম্পর্কে ডঃ শ্রীকুমার বন্দ্যোপাধ্যায় বলেছেন :

বঙ্গবিজেতা উপন্যাসটি রমেশচন্দ্র দত্তের আরও তিনটি ঐতিহাসিক উপন্যাস মাধবীকঙ্কণ (১৮৭৭), জীবন-প্রভাত (১৮৭৮) ও জীবনসন্ধ্যার (১৮৭৯) সঙ্গে ১৮৭৯ সালে শতবর্ষ নামে সংকলিত হয় ।

তথ্যসূত্র[সম্পাদনা]

  • বাংলা সাহিত্যের নানা প্রসঙ্গ - শ্রী ব্রজেন্দ্রচন্দ্র ভট্টাচার্য - দ্বিতীয় সংস্করণ