বঙ্গবন্ধু কাপ (কাবাডি)
দেশ | বাংলাদেশ |
---|---|
ব্যবস্থাপক | বাংলাদেশ কাবাডি ফেডারেশন |
প্রথম টুর্নামেন্ট | ২০২১ |
সর্বশেষ টুর্নামেন্ট | ২০২৪ |
দলের সংখ্যা | |
বর্তমান চ্যাম্পিয়ন | বাংলাদেশ |
সবচেয়ে সফল দল | বাংলাদেশ (৪টি শিরোপা) |
টিভি পার্টনার(গণ) | টি স্পোর্টস (২০২১-বর্তমান) |
২০২৪ বঙ্গবন্ধু কাপ |
বঙ্গবন্ধু কাপ (ইংরেজি: Bangabandhu Cup) বাংলাদেশে অনুষ্ঠিত একটি আন্তর্জাতিক কাবাডি টুর্নামেন্ট। বাংলাদেশের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে এর নামকরণ করা হয়েছে। প্রথম সংস্করণটি ২০২১ সালে হয়েছিল।
ইতিহাস
[সম্পাদনা]প্রথম সংস্করণ ২০২১ সালে হয়েছিল। টুর্নামেন্টে তিনটি মহাদেশের পাঁচটি দেশ প্রতিদ্বন্দ্বিতা করে যেগুলো হলো এশিয়া থেকে বাংলাদেশ, নেপাল ও শ্রীলঙ্কা, আফ্রিকা থেকে কেনিয়া এবং ইউরোপ থেকে পোল্যান্ড। বাংলাদেশ প্রথম হিসেবে গ্রুপ পর্ব শেষ করে ফাইনালে উঠে। শ্রীলঙ্কা ও কেনিয়া গ্রুপ পর্বে দ্বিতীয় ও তৃতীয় হয়ে বাছাইপর্ব শেষ করে। কেনিয়া কোয়ালিফায়ারে জিতে ফাইনালে উঠে। কেনিয়াকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ।[১]
দ্বিতীয় সংস্করণটি ২০২২ সালে হয়েছিল। ইরাক, ইন্দোনেশিয়া, এশিয়া থেকে মালয়েশিয়া এবং ইউরোপের ইংল্যান্ড থেকে চারটি নতুন দল অংশ নিয়েছে। ৩য় সংস্করণে তিনটি মহাদেশের মোট ৮টি দেশ অংশগ্রহণ করে। পোল্যান্ড ছাড়া আগের আসরের অন্য সব দলই দ্বিতীয় আসরে অংশ নেয়। ইউক্রেন যুদ্ধের কারণে পোল্যান্ড অংশগ্রহণ করেনি। আটটি দলকে দুটি গ্রুপে ভাগ করা হয়েছে। কেনিয়াকে হারিয়ে বাংলাদেশ দ্বিতীয়বারের মতো কাপ জিতেছে এবং কেনিয়া দ্বিতীয়বারের মতো রানার্স–আপ হয়েছে।[২]
তৃতীয় সংস্করণটি ২০২৩ সালে ১৩—২১ মার্চ পর্যন্ত হয়েছিল। চারটি মহাদেশের ১২টি দল এই সংস্করণে অংশগ্রহণ করেছিল। আগের সংস্করণের ৮টি দল এবং ১ম সংস্করণ থেকে পোল্যান্ড টুর্নামেন্টে প্রতিদ্বন্দ্বিতা করেছিল। দক্ষিণ আমেরিকার আর্জেন্টিনা, থাইল্যান্ড এবং এশিয়া থেকে চীনা তাইপেই প্রথমবারের মতো এই সংস্করণে অংশগ্রহণ করেছে। ১২টি দল দুটি গ্রুপে বিভক্ত ছিল। ফাইনালে চীনা তাইপেইকে হারিয়ে তৃতীয়বারের মতো চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ। শীর্ষ দুই দল (বাংলাদেশ এবং চীনা তাইপেই) স্বয়ংক্রিয়ভাবে বিশ্বকাপের যোগ্যতা অর্জন করেছে।[৩] [৪] [৫]
সারাংশ
[সম্পাদনা]বছর | আয়োজক | ফাইনাল | তৃতীয় স্থান | ||||
---|---|---|---|---|---|---|---|
চ্যাম্পিয়ন | ফলাফল | রানার-আপ | |||||
২০২১ বিস্তারিত |
ঢাকা |
বাংলাদেশ |
৩৪–২৮ | কেনিয়া |
শ্রীলঙ্কা |
||
২০২২ বিস্তারিত |
ঢাকা |
বাংলাদেশ |
৩৪–৩১ | কেনিয়া |
ইরাক |
এবং | শ্রীলঙ্কা |
২০২৩ বিস্তারিত |
ঢাকা |
বাংলাদেশ |
৪২–২৮ | চীনা তাইপেই |
থাইল্যান্ড |
এবং | ইরাক |
২০২৪ বিস্তারিত |
ঢাকা |
বাংলাদেশ |
৪৫–৩১ | নেপাল |
কেনিয়া |
এবং | থাইল্যান্ড |
টুর্নামেন্টের সারসংক্ষেপ
[সম্পাদনা]দল | উপস্থিতি | সেরা সাফল্য | ||
---|---|---|---|---|
মোট | প্রথম | সর্বশেষ | ||
বাংলাদেশ | ৪ | ২০২১ | ২০২৪ | চ্যাম্পিয়ন (২০২১, ২০২২, ২০২৩, ২০২৪) |
কেনিয়া | ৪ | ২০২১ | ২০২৪ | রানার্স–আপ (২০২১, ২০২২) |
চীনা তাইপেই | ১ | ২০২৩ | ২০২৩ | রানার্স–আপ (২০২৩) |
নেপাল | ৪ | ২০২১ | ২০২৪ | রানার্স–আপ (২০২৪) |
শ্রীলঙ্কা | ৪ | ২০২১ | ২০২৪ | |
পোল্যান্ড | ৩ | ২০২১ | ২০২৪ | |
ইংল্যান্ড | ২ | ২০২২ | ২০২৩ | |
ইরাক | ৩ | ২০২২ | ২০২৪ | |
মালয়েশিয়া | ৩ | ২০২২ | ২০২৪ | |
ইন্দোনেশিয়া | ৩ | ২০২২ | ২০২৪ | |
আর্জেন্টিনা | ১ | ২০২৩ | ২০২৩ | |
থাইল্যান্ড | ২ | ২০২৩ | ২০২৪ | |
দক্ষিণ কোরিয়া | ১ | ২০২৪ | ২০২৪ | |
জাপান | ১ | ২০২৪ | ২০২৪ | |
উগান্ডা | ১ | ২০২৪ | ২০২৪ |