ফ্রি চয়েস প্রোফাইলিং

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

ফ্রি চয়েস প্রোফাইলিং মূলত কোনো কিছুর গুণগত মান নির্ণয়ের একটি পদ্ধতি | অনেকগুলো মানুষকে একই জিনিসের অভিজ্ঞতা (স্বাদ, গন্ধ, স্পর্শ, দেখা, ইত্যাদি) নিতে দিয়ে তারপর তাদেরকে নিজ-নিজ ভাষায় তা বর্ণনা করতে বলা হয়, হ্যা/না/হয়তো বোধক প্রশ্নের সম্মুখীন করে | অতপর প্রাপ্ত বর্ণনা ও উত্তরগুলোতে মিল-অমিল ও তাদের ধরন যাচাই করা হয় সাধারণত  সাধারণ প্রোকুস্টেট বিশ্লেষণ (জি পি এ) একাধিক ফ্যাক্টর বিশ্লেষণ (এম এফ এ) পদ্ধতিতে |

১৯৮৪ এর দিকে প্রথম ফ্রি চয়েস প্রোফাইলিং এর প্রয়োগ শুরু হয় | তবে গবেষকগণ তাদের নিজ নিজ প্রয়োজন অনুযায়ী পরিবর্তন ও পরিমার্জন করতে থাকেন বলে মূল পদ্ধতিটি আগের মত না থেকে বিশেষায়িত প্রয়োগের জন্যে উপযোগী ভিন্ন ভিন্ন পদ্ধতিতে পরিনত হয়েছে | উদাহরণস্বরূপ মার্ক শিফার্ম্যানের ফ্ল্যাশ প্রফায়লিং আর ফ্রি চয়েস প্রোফাইলিং এর একত্রিত ব্যবহার উল্লেখযোগ্য |

গবেষণা অনুযায়ী, অনুভব যোগ্য বিষয়ের মান নির্ণয়ে প্রজেক্ট ম্যাপিং এবং ফ্রি সর্টিং এর তুলনায় ফ্রি চয়েস প্রোফাইলিং তুলনামূলক নির্ভুল উত্তর দিতে সক্ষম |

ফ্রি চয়েস প্রোফাইলিং এর এই পুরো বিষয়ের উপর বিস্তর গবেষণা করেছিলেন, বিখ্যাত বিজ্ঞানী  ড. ফ্রান্কৈস ওয়েমেস্ফেল্দার |



উত্‍স[সম্পাদনা]