ফ্রঁসোয়া ল্যগো

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
ফ্রঁসোয়া ল্যগো
François Legault
২০১১ সালে ল্যগো
কেবেকের ৩২তম মুখ্যমন্ত্রী
দায়িত্বাধীন
অধিকৃত কার্যালয়
১৮ অক্টোবর ২০১৮
সার্বভৌম শাসকদ্বিতীয় এলিজাবেথ
লেফটেন্যান্ট গভর্নরজ. মিশেল দয়ঁ
ডেপুটিজ্যন্যভিয়েভ গিলবো
পূর্বসূরীফিলিপ কুইয়ার
কোয়ালিসিয়ঁ আভ্যনির কেবেকের নেতা
দায়িত্বাধীন
অধিকৃত কার্যালয়
৪ নভেম্বর ২০১১
পূর্বসূরীঅবস্থান প্রতিষ্ঠিত
সংসদ সদস্য (লাসম্পসিয়ঁ), কেবেক জাতীয় সংসদ
দায়িত্বাধীন
অধিকৃত কার্যালয়
৪ সেপ্টেম্বর ২০১২
পূর্বসূরীস্কট ম্যাককে
সংসদ সদস্য (রুসো), কেবেক জাতীয় সংসদ
কাজের মেয়াদ
১৫ ডিসেম্বর ১৯৯৮ – ২৫ জুন ২০০৯
পূর্বসূরীলেভি ব্রিয়াঁ
উত্তরসূরীনিকোলা মার্সো
ব্যক্তিগত বিবরণ
জন্মযোসেফ লেও ফ্রঁসোয়া ল্যগো
(1957-05-26) ২৬ মে ১৯৫৭ (বয়স ৬৬)
মঁরেয়াল, কেবেক, কানাডা
রাজনৈতিক দলপার্তি কেবেকোয়া (১৯৯৮–২০০৯)
কোয়ালিসিয়ঁ আভ্যনির কেবেক (২০১১–বর্তমান)
দাম্পত্য সঙ্গীইজাবেল ব্রে
(বি. ১৯৯২)
সন্তান
বাসস্থানএদিফিস প্রিস
প্রাক্তন শিক্ষার্থীHEC Montréal
দফতরঅর্থসংস্থান, অর্থনৈতিক উন্নয়ন

ফ্রঁসোয়া ল্যগো[১] (ফরাসি: François Legault, উচ্চারণ: [fʁɑ̃swa ləɡo]; জন্ম ২৬ মে ১৯৫৭) একজন ফরাসি কানাডীয় কেবেকোয়া রাজনীতিবিদ, ব্যাবসায়ী এবং কেবেক প্রদেশের ৩২তম ও বর্তমান প্রিমিয়ার বা মুখ্যমন্ত্রী। ২০১১ সালে প্রতিষ্ঠার পর থেকে তিনি কোয়ালিসিয়ঁ আভ্যনির কেবেক দলের নেতা এবং ল্যুসিয়াঁ বুশার বের্নার লঁদ্রির মুখ্যমন্ত্রিত্বের কালে মন্ত্রিপরিষদের মন্ত্রী ছিলেন। রাজনীতির ময়দানে নামার আগে তিনি কানাডীয় বিমান সংস্থা এয়ার টান্সজ্যাটের সহ-প্রতিষ্ঠাতা ছিলেন।[২]

ল্যগো ১৯৯৯ থেকে ২০০৯ সাল পর্যন্ত কেবেক জাতীয় সংসদের একজন সাংসদ ছিলেন এবং ১৯৯৯ থেকে ২০০২ সাল পর্যন্ত শিক্ষামন্ত্রী হিসেবে ও ২০০২ থেকে ২০০৩ পর্যন্ত স্বাস্থ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। পার্তি কেবেকোয়ার একজন সদস্য হিসেবে তিনি ১৯৯৯ সালের কেবেক নির্বাচনে লানোদিয়ের অঞ্চলের রুসো নির্বাচনী এলাকা থেকে প্রথম নির্বাচিত হন। তিনি ২০০৩, ২০০৭ ও ২০০৮ সালে পরপর নির্বাচিত হন, কিন্তু ২০০৯ সালের ২৫ জুন পদত্যাগ করেন।

২০১২ সালের কেবেক প্রাদেশিক নির্বাচনে মন্ট্রিয়ল শহরতলির লাসঁপসিয়ঁর এমএনএ হিসেবে আইনসভায় তাঁর প্রত্যাবর্তন ঘটে। তিনি ২০১৪ সালের নির্বাচনে পুনঃনির্বাচিত হন এবং ২০১৮ সালের নির্বাচনে জয়লাভ করেন। ১৯৭০ সালের পর থেকে ল্যগো সর্বপ্রথম মুখ্যমন্ত্রী যিনি কেবেক লিবারেল পার্টি ও পার্তি কেবেকোয়া কোনও দলেরই সদস্য নন।

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. এই ফরাসি ব্যক্তিনামটির বাংলা প্রতিবর্ণীকরণে উইকিপিডিয়া:বাংলা ভাষায় ফরাসি শব্দের প্রতিবর্ণীকরণ-এ ব্যাখ্যাকৃত নীতিমালা অনুসরণ করা হয়েছে।
  2. "Coalition avenir Québec"Directeur général des élections du Québec। সংগ্রহের তারিখ ২০১২-০২-০৪ [স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]