ফ্যান্টাসি কিংডম

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
ফ্যান্টাসি কিংডম
শিল্পথিম পার্ক
প্রতিষ্ঠাকাল১৯ ফেব্রুয়ারি ২০০২; ২২ বছর আগে (2002-02-19)
প্রতিষ্ঠাতাগণকনকর্ড গ্রুপ
সদরদপ্তরআশুলিয়া, সাভার ঢাকা বাংলাদেশ
কর্মীসংখ্যা
৫০০
মাতৃ-প্রতিষ্ঠানওয়াটার কিংডম
ফয়েস লেক কনকর্ড
রির্সোট আটলান্টিস,
ফয়েস লেক রির্সোট
ওয়েবসাইটhttps://www.fantasykingdom.net/

ফ্যান্টাসি কিংডম থিম পার্ক, মূলত ফ্যান্টাসি কিংডম নামেই পরিচিত[১] বাংলাদেশের ঢাকার অদূরে আশুলিয়া থানার জামগড়া এলাকায় অবস্থিত একটি বিনোদন পার্ক। ফ্যান্টাসি কিংডম ২০০২ সালের ১৯ ফেব্রুয়ারি ইং তারিখে প্রতিষ্ঠিত হয়।[২] এই পার্কটির রক্ষণাবেক্ষণ ও পরিচালনা করে কনকর্ড এন্টারটেইনমেন্ট কোম্পানি লিমিটেড; যা কনকর্ড গ্রুপের একটি সহযোগী প্রতিষ্ঠান।[৩][৪]  থিম পার্কটি প্রায় ২০ একর জায়গা জুড়ে অবস্থিত, যার মধ্যে একটি থিম পার্ক, একটি ওয়াটার পার্ক, শুষ্ক পার্ক এবং হেরিটেজ কর্নার রয়েছে।[৪][৫]

বর্তমান সময়ে, ফ্যান্টাসি কিংডম বাংলাদেশে সর্বাধিক পরিদর্শিত থিম পার্ক, যার গড় বার্ষিক উপস্থিতি ৬ কোটি।

অবস্থান[সম্পাদনা]

পার্কটি রাজধানী ঢাকার অদূরে সাভার উপজেলাধীন আশুলিয়া থানার জামগড়া এলাকায় ঢাকা-আশুলিয়া মহাসড়কের পাশে অবস্থিত। এই সম্পত্তি ঢাকা জেলা কর্তৃক পরিচালিত আশুলিয়া ও সাভারের শহরগুলির অন্তর্ভুক্ত। ফ্যান্টাসি কিংডম পৌঁছানোর জন্য বর্তমানে অনেক সড়ক রয়েছে। ঢাকা থেকে সাভার যাওয়ার পথেই পড়ে বাংলাদেশের সর্বপ্রথম থিম পার্ক ফ্যান্টাসি কিংডম।

মূল আকর্ষণ[সম্পাদনা]

ফ্যান্টাসি কিংডম

'ফ্যান্টাসি কিংডম থিম পার্ক' সমস্ত তরুণদের জন্য প্রায় ২৪ টি রাইড রয়েছে।  যার ভিতর সবচেয়ে মজার উল্লেখযোগ্য কিছু রাইড হল জুজু ট্রেন ও টনি অ্যাডভেঞ্চার।  [১]

  • বাম্পার কার
  • জুজু ট্রেন
  • ঘূর্ণি পাখি
  • হাইওয়ের কনভয়
  • বিহ স্প্ল্যাশ
  • হ্যাপি কাঙারু
  • ইজি ডিজি
  • সূর্য ও চাঁদ
  • থ্রিডি সিনেমা
  • বুল ডোজার
  • সান্তা মারিয়া
  • বাচ্চাদের বাম্পার গাড়ি
  • জাদুর গালিচা
  • পনি অ্যাডভেঞ্চার
  • রোলার কোস্টার
  • স্পিড ওয়ে
  • ঘূর্ণি টানেল
  • স্কাই হপার
  • বাম্পার বোট
  • জিপ প্রায়
  • ইগলু হাউস
  • মুভিং টাওয়ার
  • ফেরিস হুইল
  • জুনিয়র ফেরিস হুইল
  • রিডিম্পশন গেম
  • রক এন রোল এবং ৯ডি সিনেমা হল নতুন রাইড হিসেবে ফ্যান্টাসি কিংডম কমপ্লেক্সে যুক্ত করা হয়েছে

ওয়াটার কিংডম[সম্পাদনা]

আশুলিয়ার ফ্যান্টাসি কিংডম কমপ্লেক্সের একটি প্রধান আকর্ষণ হল ওয়াটার কিংডম। এই ওয়াটার পার্কটিতে স্লাইড, একটি ওয়েভ পুল, অলস রিভ রয়েছে।[৩] ফ্যান্টাসি কিংডমের পাশে ওয়াটার কিংডম অবস্থিত। এছাড়া, এখানে স্লাইড ওয়ার্ল্ড, লেজি রিভার, পারিবারিক পুল, মাল্টি-স্লাইড এবং ওয়াটার পুল, লস্ট কিংডম, খেলার অঞ্চল এবং নৃত্যের অঞ্চল রয়েছে।[৬]

এক্স-ট্রিম রেসিং গো-কার্ট[সম্পাদনা]

ফ্যান্টাসি কিংডম এই গো-কার্টগুলি ফ্যান্টাসি কিংডম কমপ্লেক্সে চালু করছে, যা বাংলাদেশে প্রথমবারের মতো আন্তর্জাতিক মানের গো-কার্টস চালানোর বিশ্ব মানের অভিজ্ঞতা দেয়।

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "?????????? ?????"online dhaka guide (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০১৮-১০-২১ 
  2. "Take a break at Fantasy Kingdom"The Daily Star (ইংরেজি ভাষায়)। ২০১৮-০৬-১৩। সংগ্রহের তারিখ ২০১৮-১০-২১ 
  3. "Into the world of Fantasy"The Daily Star (ইংরেজি ভাষায়)। ২০১৫-০৭-১৫। সংগ্রহের তারিখ ২০১৮-১০-২১ 
  4. "Fun times at Fantasy Kingdom"The Daily Star (ইংরেজি ভাষায়)। ২০১৮-০৮-২১। সংগ্রহের তারিখ ২০১৮-১০-২১ 
  5. Sun, The Daily। "Launching ceremony of the new Fantasy Kingdom park | daily sun"Daily Sun (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০১৮-১০-২১ 
  6. Sun, The Daily। "Fantasy Kingdom Complex: The paradise of entertainment | daily sun"Daily Sun (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০১৮-১০-২১ [স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]