ফুসফুসের এডিনোকার্সিনোমা

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
ফুসফুসের এডিনোকার্সিনোমা
প্রতিশব্দফুসফুসীয় এডিনোকার্সিনোমা
লোবএক্টোমির মাধ্যমে অপসারিত ফুসফুসীয় এডিনোকার্সিনোমার বড়ো আকৃতির একটি প্যাথলজিকাল নমুনা
বিশেষত্বঅনকোলজি

ফুসফুসের এডিনোকার্সিনোমা বা ফুসফুসীয় এডিনোকার্সিনোমা হচ্ছে সবচেয়ে প্রচলিত ধরনের ফুসফুসের ক্যান্সার। অন্যান্য ধরনের ফুসফুসের ক্যান্সের মতো এটিকেও সুনির্দিষ্ট কোষীয় ও আণবিক বৈশিষ্টের দ্বারা চিহ্নিত করা সম্ভব।[১] এটি বিভিন্ন ধরনের অ-ক্ষুদ্র কোষীয় ফুসফুসের ক্যান্সারের একটি। ভিন্ন ধরনের বৈশিষ্ট ও পূর্বাভাস থাকার কারণে ক্ষুদ্র কোষীয় ফুসফুসের ক্যান্সার থেকে এটিকে আলাদা করা সম্ভব।[২] ফুসফুসীয় এডিনোকার্সিনোমাও বিভিন্ন প্রকারের হয়ে থাকে। এ ধরনের ফুসফুসের ক্যান্সারের লক্ষণ ও উপসর্গ অন্য ধরনের ফুসফুসের ক্যান্সারের সাথে সাদৃশ্যপূর্ণ যা অধিকাংশ রোগীর ক্ষেত্রে ঘন ঘন কাশি এবং শ্বাসকষ্ট।

দীর্ঘ সময় ধরে ধূমপান সেবনের ইতিহাস রয়েছে এমন রোগীদের ক্ষেত্রে ফুসফুসীয় এডিনোকার্সিনোমার প্রচলন বেশি। তুলনামূলকভাবে কমবয়সী মহিলা ও এশীয়দের আক্রান্ত হওয়া ফুসফুসের ক্যান্সারের মধ্যে এর প্রকোপ-ই সবচেয়ে বেশি। এডিনোকার্সিনোমার রোগশারীরবৃত্ত জটিল, তবে সাধারণত এটি এক ধরনের কোষীয় অগ্রসরণকে অনুসরণ করে আর তা হচ্ছে ফুসফুসের সুস্থ কোষ থেকে ক্রমান্বয়ে স্বতন্ত্রভাবে অস্বাভাবিকভাবে পরিবর্তিত হওয়া বা অনিয়মিত কোষে পরিণত হওয়ার মাধ্যমে ক্যান্সার সৃষ্টি করা। এ ধরনের কোষীয় অগ্রসরণের জন্য বিভিন্ন ধরনের সুনির্দিষ্ট আণবিক ও জিনগত ধাপ দায়ী। বেশিরভাগ ফুসফুসের ক্যান্সারের মতো এডিনোকার্সিনোমাও অত্যন্ত অগ্রসর অবস্থায় ধরা পড়ে। যখন সিটি স্ক্যান বা এক্সরের মতো পরীক্ষায় টিউমার বা ক্ষত দেখা যায় তখন বায়োপসির মাধ্যমে এডিনোকার্সিনোমা নিশ্চিত করা প্রয়োজন।

এ ধরনের ফুসফুসের ক্যান্সারের চিকিৎসা এর নির্দিষ্ট প্রকারভেদ এবং প্রাথমিক টিউমারের ছড়িয়ে পড়ার ব্যপ্তির উপর নির্ভর করে। শল্যচিকিৎসার মাধ্যমে টিউমার অপসারণ, কেমোথেরাপি, রেডিওথেরাপি, উদ্দেশ্যমূলক থেরাপি, এবং ইমিউনোথেরাপির মাধ্যমে এই রোগ নির্মূলের চেষ্টা করা হয়।[৩]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. Travis, William D; Brambilla, Elisabeth; Müller-Hermelink, H Konrad; Harris, Curtis C, সম্পাদকগণ (২০০৪)। Pathology and Genetics of Tumours of the Lung, Pleura, Thymus and Heart (পিডিএফ)। World Health Organization Classification of Tumours। Lyon: IARC Press। আইএসবিএন 978-92-832-2418-1। ২০০৯-০৮-২৩ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৭ মার্চ ২০১০ 
  2. Travis WD, Brambilla E, Noguchi M, Nicholson AG, Geisinger KR, Yatabe Y, ও অন্যান্য (ফেব্রুয়ারি ২০১১)। "International association for the study of lung cancer/american thoracic society/european respiratory society international multidisciplinary classification of lung adenocarcinoma"Journal of Thoracic Oncology6 (2): 244–85। ডিওআই:10.1097/JTO.0b013e318206a221পিএমআইডি 21252716পিএমসি 4513953অবাধে প্রবেশযোগ্য 
  3. Boshoff, Chris; Morgensztern, Daniel; Herbst, Roy S. (২০১৮-০১-২৪)। "The biology and management of non-small cell lung cancer"। Nature553 (7689): 446–454। আইএসএসএন 1476-4687এসটুসিআইডি 4463109ডিওআই:10.1038/nature25183পিএমআইডি 29364287বিবকোড:2018Natur.553..446H