বিষয়বস্তুতে চলুন

ফুটবল ক্লাব অলেকসান্দ্রিয়া

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
(ফুটবল ক্লাব ওলেকসান্দ্রিয়া থেকে পুনর্নির্দেশিত)
অলেকসান্দ্রিয়া
পূর্ণ নামফুটবল ক্লাব অলেকসান্দ্রিয়া
ডাকনামমিস্তিয়ানি (নাগরিক)
প্রতিষ্ঠিত১৯৪৮; ৭৬ বছর আগে (1948)[][]
মাঠসিএসসি নিকা
ধারণক্ষমতা৭,০০০
সভাপতিইউক্রেন সের্হি কুজমেঙ্কো
ম্যানেজারইউক্রেন ভলদিমির শারান
লিগইউক্রেনীয় প্রিমিয়ার লিগ
২০১৯–২০৫ম
ওয়েবসাইটক্লাব ওয়েবসাইট
বর্তমান মৌসুম

ফুটবল ক্লাব অলেকসান্দ্রিয়া (ইউক্রেনীয়: Футбольний клуб Олександрія; এছাড়াও এফসি অলেকসান্দ্রিয়া অথবা অলেকসান্দ্রিয়া নামে পরিচিত) হচ্ছে অলেকসান্দ্রিয়া ভিত্তিক একটি ইউক্রেনীয় পেশাদার ফুটবল ক্লাব। এই ক্লাবটি বর্তমানে ইউক্রেনের শীর্ষ স্তরের ফুটবল লিগ ইউক্রেনীয় প্রিমিয়ার লিগে খেলে। এই ক্লাবটি ১৯৪৮ সালে প্রতিষ্ঠিত হয়েছে। এফসি অলেকসান্দ্রিয়া তাদের সকল হোম ম্যাচ অলেকসান্দ্রিয়ার সিএসসি নিকায় খেলে থাকে; যার ধারণক্ষমতা হচ্ছে ৭,০০০। বর্তমানে এই ক্লাবের ম্যানেজারের দায়িত্ব পালন করছেন ভলদিমির শারান এবং সভাপতির দায়িত্ব পালন করছেন সের্হি কুজমেঙ্কো। ইউক্রেনীয় গোলরক্ষক ইয়ুরি পানকিভ এই ক্লাবের অধিনায়কের দায়িত্ব পালন করছেন।

ঘরোয়া ফুটবলে, এফসি অলেকসান্দ্রিয়া এপর্যন্ত ৪টি শিরোপা জয়লাভ করেছে; যার মধ্যে ২টি ইউক্রেনীয় প্রথম লিগ এবং টি ইউক্রেনীয় দ্বিতীয় লিগ শিরোপা রয়েছে।

অর্জন

[সম্পাদনা]

তথ্যসূত্র

[সম্পাদনা]

বহিঃসংযোগ

[সম্পাদনা]

টেমপ্লেট:ফুটবল ক্লাব অলেকসান্দ্রিয়া টেমপ্লেট:ইউক্রেনীয় প্রিমিয়ার লিগ