ফিলিস ওয়েব
এই নিবন্ধটি অন্য একটি ভাষা থেকে আনাড়িভাবে অনুবাদ করা হয়েছে। এটি কোনও কম্পিউটার অথবা দ্বিভাষিক দক্ষতাহীন কোনো অনুবাদক অনুবাদ করে থাকতে পারেন। |
ফিলিস ওয়েব | |
---|---|
জন্ম | ভিক্টোরিয়া, কানাডা | ৮ এপ্রিল ১৯২৭
পেশা | কানাডীয় কবি |
ফিলিস ওয়েব (জন্ম ১৯২৭) কানাডার অগ্রগণ্য কবি। তিনি ১৯৯২ সালে তিনি অর্ডার অব কানাডার অফিসার পদে ভূষিত হন। এর দশ বছর আগে ১৯৮২ সালে কবিতার জন্য পান গভর্নর জেনারেল সাহিত্য পুরস্কার। বর্তমানে ব্রিটিশ কলাম্বিয়ার বাসিন্দা ফিলিস বিমূর্ত চিত্রকলার একজন শিল্পীও বটে। ফিলিসের প্রথম কবিতার বই প্রকাশিত হয়েছিল ১৯৫৪ সালে। সব শেষটি ১৯৯৭ সালে। শেষ তিনটি যদিও কাব্য-সংকলন। সাড়ে চার দশকে ফিলিসের মোট কবিতার বই তেইশটি। এ ছাড়া আছে দুটি গদ্যগ্রন্থ। ১৯৬৫ সালে প্রকাশিত হয়েছিল তাঁর কাব্যগ্রন্থ নেইকেড পেয়েমস। সমালোচকদের বিবেচনায় এ গ্রন্থটি ছিল সমকালীন কাব্যধারার এক অসামান্য সংযোজন। কানাডার অগ্রগণ্য সাহিত্যিক মাইকেল ওনডাডজিও বলেছেন, ১৯৬০-এর দশকে এ বই অসাধারণ প্রভাবশালী একটি প্রয়াস। এবং মজার বিষয় হলো এই কাব্যগ্রন্থের পর ফিলিসকে নিশ্চুপ দেখা গেছে, প্রায় পনেরো বছর। ১৯৮০ সালে প্রকাশিত হয়েছিল উইলসন বাউল। সেটিকে প্রতিষ্ঠিত কানাডীয় সাহিত্য সমালোচক নরথ্রপ ফ্রাই (১৯১২—১৯৯১) বললেন, কানাডীয় কবিতায় এটি ল্যান্ডমার্ক। অনেকের মতে ১৯৯০ সালে প্রকাশিত ফিলিসের হ্যাঙ্গিং ফায়ার তাঁর সর্বশ্রেষ্ঠ কাব্যসৃজন। ২০১৪ সালে জন এফ হালকুপের সম্পাদনায় প্রকাশিত হয় ফিলিস ওয়েবের কাব্য সংকলন পিকক ব্লু। পাঁচশ পৃষ্ঠার এই গ্রন্থটি ফিলিসের কবিতাকে সহজসাধ্যভাবে বোঝার জন্য এক গুরুত্বপূর্ণ উদ্যোগ। মোট আটটি কাব্যগ্রন্থ থেকে সম্পাদক কবিতাগুলো নির্বাচন করেছেন। সেগুলোর বাইরে আরও গোটা পঞ্চাশেক কবিতা আছে বইটিতে। [১]
জীবন[সম্পাদনা]
গ্রন্থাবলী[সম্পাদনা]
- ট্রায়ো (যুগ্মভাবে, ১৯৫৪)
- ইভেন ইওর রাইট আই’ (১৯৫৬)
- ইন আ গার্ডেন অব দ্য পিটি প্যালেস: আ প্যাঙ কানটাটা (১৯৬১)
- দি সি ইজ অলসো আ গার্ডেন (১৯৬২)
- নেইকেড পেয়েমস (১৯৬৫)
- উইলসন বাউল (১৯৮০)
- ওয়াটার অ্যান্ড লাইট: গজলস অ্যান্ড অ্যান্টি গজলস(১৯৮৪)
- হ্যাঙ্গিং ফায়ার (১৯৯০)
- পিকক ব্লু (২০১৪)
পুরস্কার[সম্পাদনা]
- অফিসার অর্ডার অব কানাডার (১৯৯২)
- গভর্নর জেনারেল সাহিত্য পুরস্কার [১৯৮২]
বহিঃসংযোগ[সম্পাদনা]
কানাডীয় সাহিত্য: বিচ্ছিন্ন ভাবনা, সুব্রত কুমার দাস ঢাকা, ২০১৯, ISBN 978-984-504=317-5
তথ্যসূত্র[সম্পাদনা]
- ↑ "ফিলিস ওয়েব: কানাডার প্রবীণতম এক কবি"। northamerica.prothomalo.com।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- অনুবাদের পর নিরীক্ষণ জরুরি নিবন্ধসমূহ
- কানাডীয় সাহিত্যিক
- গভর্নর জেনারেল সাহিত্য পুরস্কারপ্রাপ্ত সাহিত্যিক
- কানাডীয় কবি
- ২০শ শতাব্দীর কানাডীয় কবি
- ২০শ শতাব্দীর কানাডীয় লেখিকা
- ১৯২৭-এ জন্ম
- ২০২১-এ মৃত্যু
- কানাডীয় নারী কবি
- ম্যাকগিল বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী
- ব্রিটিশ কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী