ফিতেফুলকি

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

ফিতেফুলকি
(Common Imperial)
ডানা বন্ধ অবস্থায়
ডানা খোলা অবস্থায়
বৈজ্ঞানিক শ্রেণীবিন্যাস
জগৎ: Animalia
পর্ব: Arthropoda
শ্রেণী: Insecta
বর্গ: Lepidoptera
পরিবার: Lycaenidae
গোত্র: Cheritrini
গণ: Cheritra
প্রজাতি: C. freja
দ্বিপদী নাম
Cheritra freja
(Fabricius 1793)

ফিতেফুলকি[১] (বৈজ্ঞানিক নাম: Cheritra freja (Fabricius)) ঘুড়ির মতো লম্বা লেজ বিশিষ্ট এক প্রজাতির ছোট আকারের প্রজাপতি, যাদের মূল শরীর এবং ডানা হালকা ঘিয়ে বাদামি বর্ণের। এরা ‘লাইসিনিডি’ পরিবারের সদস্য।

আকার[সম্পাদনা]

প্রসারিত অবস্থায় ফিতেফুলকির ডানার আকার ৩৮-৪২ মিলিমিটার দৈর্ঘ্যের হয়।

উপপ্রজাতি[সম্পাদনা]

ভারতে প্রাপ্ত ফিতেফুলকি এর উপপ্রজাতি হল- [২]

  • Cheritra freja butleri Cowan, 1965 – Sahyadri Common Imperial
  • Cheritra freja evansi Cowan, 1965 – Khasi Common Imperial

বিস্তার[সম্পাদনা]

সাধারণত এই জাতীয় প্রজাপতিটি অনুচ্চ পার্বত্য এলাকার ঘন অরণ্যে দেখা যায়।[৩] হিমালয় অঞ্চলের কুমায়ুন থেকে অসম এবং নেপালের ৭০০-৮০০ ফুট উচ্চতা অবধি এদের বিচরণ দেখা যায়। এছাড়া মায়ানমার, মালয়শ্রীলংকাতেও এদের দেখা যায়।[৪]

বর্ণনা[সম্পাদনা]

এই প্রজাপতির নিচের অংশ হালকা ঘিয়ে বাদামি রঙের হয়। পিছনের ডানার ভূমিকোনে দুটো লেজ আছে, লেজ প্রায় লম্বায় প্রায় ৫ মিলিমিটার এবং ২২ মিলিমিটার যথাক্রমে। ভূমিকোনে দুটো ধাতব সবুজ রঙের বিন্দু থাকে। এদের ওড়ার ধরন খুব কমজোরি, একই জায়গায় ফড়ফড় করে ওড়ে।[৫]

চিত্রশালা[সম্পাদনা]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. Dāśagupta, Yudhājit̲̲̲̲̲̲a (২০০৬)। Paścimabaṅgera prajāpati (1. saṃskaraṇa. সংস্করণ)। Kalakātā: Ānanda। পৃষ্ঠা 149। আইএসবিএন 81-7756-558-3 
  2. "Cheritra freja Fabricius, 1793 – Common Imperial"। সংগ্রহের তারিখ ১৮ অক্টোবর ২০১৬ 
  3. Kunte, Krushnamegh (২০০০)। Butterflies of Peninsular India। New Delhi: Orient Blackswan Pvt. Ltd.। আইএসবিএন 81-7371-354-5 
  4. W .Ormiston (১৯২৪)। The butterflies of Ceylon। Asian Educational Services। পৃষ্ঠা 77। সংগ্রহের তারিখ ২০১১-১০-০৫ 
  5. Bingham, C. T. 1907. Fauna of British India. Butterflies. Volume 2