ফাজি

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
ফাজি
ধরনসাবসিডিয়ারি
শিল্পবিপণন
মাতৃ-প্রতিষ্ঠানঅ্যাডনাউ

ফাজি হলো একটি রাশিয়ান প্রভাব সৃষ্টিকারি বাজারকরণ সংস্থা। এটি অ্যাডনাউ এর একটি সহকারি প্রতিষ্ঠান,একটি রাশিয়ান বাজারকরণ ব্যবসালয়। এই সংস্থাটি একটি বহুজাতিক প্রচারণা করেছিল যেটি কোভিড-১৯ সম্পর্কে অনলাইনে মিথ্যা তথ্য ছড়াচ্ছিল।[১] ফেসবুক এর তদন্ত মতে,ফাজি নামক একটি রাশিয়ান মার্কেটিং সংস্থা পশ্চিমাদের টিকাকে লক্ষ্য করে ৬৫ টা নকল ফেসবুক অ্যাকাউন্ট এবং ২৪৩ টা ইন্সটাগ্রাম অ্যাকাউন্ট খুলে সামাজিক যোগাযোগ মাধ্যমেও এ বিভ্রান্তি ছড়ায়।

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. Pannett, Rachel (আগস্ট ১১, ২০২১)। "Facebook bans Russian disinformation network that claimed coronavirus vaccines turn people into chimpanzees"দ্য ওয়াশিংটন পোস্ট। সংগ্রহের তারিখ আগস্ট ১২, ২০২১