ফজলুর রহমান (আমলা)

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
ফজলুর রহমান
মুখ্যমন্ত্রী - সিন্ধু প্রদেশ
(তত্ত্বাবধায়ক)
কাজের মেয়াদ
২ জুন ২০১৮ – ১৮ আগস্ট ২০১৮

ফজলুর রহমান ( উর্দু: فضل الرحمان‎‎ ) পাকিস্তানের একজন অবসরপ্রাপ্ত বিপিএস -২২ গ্রেড এর আমলা। ( সবচেয়ে বেশি যোগ্যতা সর্বোচ্চ পদের জন্য)। সিন্ধু প্রদেশের প্রধান সচিব ও পাকিস্তান ট্রেডিং কর্পোরেশনের সচিব ছিলেন।

কর্মজীবন[সম্পাদনা]

জুন ২০১৮ থেকে আগস্ট ২০১৮ পর্যন্ত সিন্ধু প্রদেশের তত্ত্বাবধায়ক সরকারের মুখ্যমন্ত্রীর দায়িত্ব পালন করেন।[১] তিনি সিন্ধু প্রদেশের একজন বিশিষ্ট সিভিল চাকুরীজীবী ছিলেন। দুইবার প্রাদেশিক মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। সিভিল সার্ভিস থেকে ২০১০ সালে অবসর গ্রহণ করেন। জাতীয় সাধারণ নির্বাচনের আগে ২ জুন ২০১৮ সালে ফজলুর রহমান সিন্ধু প্রদেশের তত্ত্বাবধায়ক সরকারের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন।[২][৩]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. https://tcp.gov.pk/page-mr-outgoing-chairman
  2. "New caretaker CM Sindh announced"timesofislamabad.com। সংগ্রহের তারিখ ২০১৮-০৫-৩১ 
  3. "Fazlur Rehman named caretaker Sindh CM | Pakistan"Geo.tv। সংগ্রহের তারিখ ২০১৮-০৫-৩১ 
রাজনৈতিক অফিস

সিন্ধু প্রদেশের মুখ্যমন্ত্রী

পূর্বসূরী
সৈয়দ মুরাদ আলী শাহ
তত্ত্বাবধায়ক
২০১৮
অনুসৃত
সৈয়দ মুরাদ আলী শাহ