প্রেসিডেন্সি অফ করোমন্ডেল অ্যান্ড বেঙ্গল সেটেলমেন্ট
অবয়ব
প্রেসিডেন্সি অফ করোমন্ডেল অ্যান্ড বেঙ্গল সেটেলমেন্ট | |||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|
ব্রিটিশ ভারতের প্রেসিডেন্সি | |||||||||
১৭ জুলাই ১৬৮২–১৭০০ | |||||||||
পতাকা | |||||||||
ইতিহাস | |||||||||
• বেঙ্গল এজেন্সির বিলুপ্তি | ১৭ জুলাই ১৬৮২ | ||||||||
• বেঙ্গল প্রেসিডেন্সি তৈরি | ১৭০০ | ||||||||
|
প্রেসিডেন্সি অফ করোমন্ডেল অ্যান্ড বেঙ্গল সেটেলমেন্ট ছিল ব্রিটিশ ভারতের একটি প্রশাসনিক বিভাগ, যা ইস্ট ইন্ডিয়া কোম্পানি দ্বারা ১৭ জুলাই ১৬৮২ সালে প্রতিষ্ঠিত হয়েছিল।
ইতিহাস
[সম্পাদনা]১৬৫৮ সালে বাংলা ও করোমন্ডেল উপকূলের সমস্ত বসতি ফোর্ট সেন্ট জর্জের অধীনস্থ করা হয়। করোমন্ডেল ও বেঙ্গল সেটেলমেন্টের প্রেসিডেন্সি, যার নাম করমণ্ডল উপকূল ও বঙ্গ, বেঙ্গল এজেন্সি বিলুপ্তির পরে বাংলার প্রশাসনের জন্য কোম্পানি দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল।[তথ্যসূত্র প্রয়োজন]
১৬৯৪ থেকে ১৬৯৮ সালের মধ্যে প্রেসিডেন্সির অঞ্চলগুলোর প্রশাসন মাদ্রাজের (ফোর্ট সেন্ট জর্জের প্রেসিডেন্সি) অধীনস্থ ছিল। তারপর আবার করোমন্ডেল ও বেঙ্গল সেটেলমেন্টের প্রেসিডেন্সির কর্তৃত্ব ১৭০০ সালে বেঙ্গল প্রেসিডেন্সি তৈরি না হওয়া পর্যন্ত পুনঃপ্রতিষ্ঠিত হয়।[১]
আরো দেখুন
[সম্পাদনা]তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ Great Britain India Office, Imperial Gazetteer of India, London, Trübner & co., 1885