প্রিয়শপ.কম

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
প্রিয়শপ.কম
স্ক্রিনশট
সাইটের প্রকার
ই কমার্স, কেনাকাটা, অনলাইন দোকান
উপলব্ধবাংলা, ইংরেজি
প্রতিষ্ঠা৭ ফেব্রুয়ারি ২০১৩; ১১ বছর আগে (2013-02-07)
সদরদপ্তর৩৯ উত্তর রোড, ভূতের গলি, ধানমন্ডি, ঢাকা, বাংলাদেশ
পরিবেষ্টিত এলাকাবাংলাদেশ
মালিকপ্রিয়শপ.কম লিমিটেড
প্রতিষ্ঠাতা(গণ)আশিকুল আলম খান (প্রতিষ্ঠাতা)
দীপ্তি মন্ডল (সহ-প্রতিষ্ঠাতা)
পরিসেবাসমূহঅনলাইনে কেনাকাটা
কর্মচারী১৬৪ (২০১৯)
ওয়েবসাইটpriyoshop.com
বাণিজ্যিকহ্যা
নিবন্ধনআবশ্যক
বর্তমান অবস্থাঅনলাইন

প্রিয়শপ.কম হচ্ছে বাংলাদেশের একটি ই-কমার্স প্লাটফর্ম, যেটির সদরদপ্তর ঢাকা, বাংলাদেশে অবস্থিত। ২০১৩ সালে কোম্পানিটি কার্যক্রম শুরু করে। প্রিয়শপ.কম বাজার মডেলের ব্যবসায়-ভোক্তা (বিটুসি) মডেল অনুসরন করে কার্যক্রম পরিচালনা করে। এটি ইলেকট্রনিক এবং লাইফস্টাইল পণ্যের বিস্তৃত খুচরো বিক্রি করে। যেমন - পোশাক, জুতা, জুয়েলারী, আনুষঙ্গিক, ইলেকট্রনিক্স, যন্ত্রপাতি, স্বাস্থ্যসেবা, সৌন্দর্য পণ্য ইত্যাদি।

ইতিহাস[সম্পাদনা]

আশিকুল আলম খান কর্তৃক প্রিয়শপ প্রতিষ্ঠিত হয়।[১][২] ২০১৩-এর ৭ই ফেব্রুয়ারি এটি প্রতিষ্ঠিত হয়।[৩] প্রিয়শপ একটি ৬০০ বর্গ ফুটের অফিস ও মাত্র ৩ জন সদস্য নিয়ে তাঁদের যাত্রা শুরু করে। গৃহস্থালি পন্যের ই-কমার্স বাজারে বিনিয়োগ করা কোম্পানিগুলোর মধ্যে এটি গোড়ার দিকের কোম্পানি।[৪][৫] এটির পণ্য সরবরাহকারী কার্যক্রম এখন ঢাকা এবং নিকটবর্তী এলাকায় নিজস্ব সরবরাহের মাধ্যমে পরিচালিত হয়।

কার্যক্রম এবং সেবা[সম্পাদনা]

প্রিয়শপের একটি ওয়েবসাইট এবং একটি অ্যান্ড্রয়েড ও আইওএস অ্যাপ্লিকেশন আছে যেখানে ব্যবহারকারীরা পণ্যের ফরমায়েশ দিতে পারেন। এটি বাংলাদেশে বৈশ্বিক ই-কমার্স সুবিধা চালু করেছে এই সেবার মাধ্যমে প্রিয়শপ গ্লোবাল ডোমেইন হতে বাংলাদেশের যেকোন প্রান্ত হতে আলিবাবা গ্রুপের বিশ্বের বৃহত্তম ই-কমার্স ওয়েবসাইট তাওবাও এবং টিমল ডটকম[৬] প্লাটফর্মের পণ্য কেনা যায় দেশীয় মুদ্রা ও পেমেন্টের মাধ্যমে।[৭][৮][৯] প্রিয়শপ.কম এর গ্রাহকরা সারাদেশের প্রান্তিক এলাকায় অবস্থিত বাংলালিংকের টাচ পয়েন্ট থেকে ডেলিভারি করা পণ্য গ্রহণ করতে পারেন। [১০][১১]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "দুই কোটি টাকা সমমূল্যের উপহার দেবে 'প্রিয়শপ ডটকম'"। Daily Ittefaq। ২ মার্চ ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১ মার্চ ২০১৯ 
  2. "প্রিয়শপ ডট কমে পাওয়া যাবে ভিশন ইলেকট্রনিক্স পণ্য"। banglanews24। সংগ্রহের তারিখ ১ মার্চ ২০১৯ 
  3. "৬ বছরে প্রিয়শপ"। Daily Prothom Alo। সংগ্রহের তারিখ ১ মার্চ ২০১৯ 
  4. "Inside PriyoShop's Ambitious Rural eCommerce Play"Future Startup (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১ মার্চ ২০১৯ 
  5. "আমরা একদিনেই গ্রাহকের দরজায় পৌঁছতে চাই"। Bangla Tribune। ২ মার্চ ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১ মার্চ ২০১৯ 
  6. "The 7 Largest E-Commerce Companies in the World"The Motley Fool (ইংরেজি ভাষায়)। ২৮ ফেব্রুয়ারি ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১ মার্চ ২০১৯ 
  7. "আলিবাবার সেবা নিয়ে ৬ষ্ঠ বর্ষে প্রিয়শপ ডটকম"। Jugantor। সংগ্রহের তারিখ ১ মার্চ ২০১৯ 
  8. "ষষ্ঠ বর্ষে প্রিয়শপ ডটকম"। Samakal। ২ মার্চ ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১ মার্চ ২০১৯ 
  9. "আলিবাবার সেবা নিয়ে ৬ষ্ঠ বর্ষে প্রিয়শপ ডটকম"। manobkantha। ২ মার্চ ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১ মার্চ ২০১৯ 
  10. "বাংলালিংক-প্রিয়শপ.কমের সমঝোতা স্বারক, লক্ষ্য গ্রামে ই-কমার্স"। sangbadkonika। ২ মার্চ ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১ মার্চ ২০১৯ 
  11. "গ্রামে ই-কমার্স প্রসারে কাজ করবে বাংলালিংক ও প্রিয়শপ"। kalerkantho। সংগ্রহের তারিখ ১ মার্চ ২০১৯ 

বহিঃসংযোগ[সম্পাদনা]