প্রবোধচন্দ্র সেনগুপ্ত
অবয়ব
প্রবোধচন্দ্র সেনগুপ্ত | |
---|---|
জন্ম | ২১ জুন, ১৮৭৬ |
মৃত্যু | ১৯৬২ | (বয়স ৮৫–৮৬)
বৈজ্ঞানিক কর্মজীবন | |
কর্মক্ষেত্র | জ্যোতির্বিজ্ঞান |
প্রবোধচন্দ্র সেনগুপ্ত (২১ জুন, ১৮৭৬ –১৯৬২) [১] ছিলেন প্রাচীন ভারতীয় জ্যোতির্বিদ্যার ইতিহাসবিদ । তিনি কলকাতার বেথুন কলেজের গণিতের অধ্যাপক এবং কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভারতীয় জ্যোতির্বিজ্ঞান ও গণিতের প্রভাষক ছিলেন ।
জন্ম ও প্রারম্ভিক জীবন
[সম্পাদনা]রামচন্দ্র সেনগুপ্তর কনিষ্ঠ পুত্র প্রবোধচন্দ্র সেনগুপ্ত অধুনা বাংলাদেশের মময়মনসিংহ জেলার টাঙ্গাইলে ১৮৭৬ খ্রিস্টাব্দের ২১ শে জুন জন্ম গ্রহণ করেন। তার প্রাথমিক পড়াশোনা শুরু হয় সন্তোষ জাহ্নবী উচ্চ ইংরাজী স্কুলে। মেধাবী ছাত্র হিসাবে তিনি স্কলারশিপসহ ম্যাট্রিক পাশ করেন।.[২]
উল্লেখযোগ্য রচনাবলী
[সম্পাদনা]- কালানুক্রমিক প্রাচীন ভারতীয় ইতিহাস - ''অ্যানসেন্ট ইন্ডিয়ান ক্রোনোলজি'' (১৯৪৭) (ইংরাজীতে)
- ''দ্য খন্দখাদ্যক : অ্যান অ্যাস্ট্রোনমিক্যাল ট্রিটাইজ অব ব্রহ্মগুপ্ত'' (১৯৩৪ ও ১৯৪১) (ইংরেজি ও সংস্কৃতে)
- আর্যভট্ট (১৯২৭) (ইংরাজী তে)
- আর্যভট্ট ১ প্রথম , ভারতীয় ইপিসাইক্লিক জ্যোতির্বিদ্যার জনকসূর্য সিদ্ধান্ত : এ টেক্সট বুক অব অ্যাস্ট্রোনমি (১৯৩৫) (ইংরাজী) বা সূর্য সিদ্ধান্ত: জ্যোতির্বিজ্ঞানের পাঠ্যপুস্তক (এবেনেজার বার্গেস ও ফণীন্দ্রলাল গাঙ্গুলির সাথে যৌথ রচনা )
- ''গ্রীক অ্যান্ড হিন্দু মেথডস্ ইন স্ফেরিক্যাল অ্যাস্ট্রোনমি'' (ইংরাজী)(১৯৩১)
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ Joseph Dauben; Christoph Scriba। Writing the History of Mathematics - Its Historical Development। Springer। পৃষ্ঠা 315।
- ↑ "Prabodh Chandra Sengupta(1876-1962)"।