বিষয়বস্তুতে চলুন

প্রবেশদ্বার:মহীনের ঘোড়াগুলি/নিবন্ধ/১

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
গৌতম চট্টোপাধ্যায় (১৯৪৮-১৯৯৯)
গৌতম চট্টোপাধ্যায় (১৯৪৮-১৯৯৯)

গৌতম চট্টোপাধ্যায় (জুন ১, ১৯৪৮ - জুন ২০, ১৯৯৯) ছিলেন একজন বাঙালি সঙ্গীতঙ্গ, গায়ক, গীতিকার, থিয়েটার ব্যক্তিত্ব, চলচ্চিত্র নির্মাতা এবং নৃতাত্তিক, যিনি মহীনের ঘোড়াগুলি ফোক-রক ব্যন্ডের প্রতিষ্ঠাতা সদস্য হিসেবে পরিচত। ১৯৬০-এর দশকে প্রেসিডেন্সি কলেজে মনোবিজ্ঞান বিষয়ে অধ্যয়নকালীন সময়ে তার অ্যাংলো-ইন্ডিয়ান বন্ধুদের নিয়ে দ্য আর্জ নামে একটি ব্যন্ড গঠন করেন তিনি।

১৯৬৯-৭০ সালের দিকে নকশাল আন্দোলনের সাথে গৌতম মনেপ্রাণে জড়িত হয়ে পড়েন। ফলে তিনি গ্রেপ্তার ও নির্যাতিত হন। এরপর তাকে রক্তাত্ত অবস্থায় পুলিম লক-আপে পাওয়া যায়। যদিও এতো নির্যাতনের পরও তিনি কোন প্রকার তথ্য প্রকাশ করেন নি। জীবনমুখী গানের ধারার আদিস্রষ্টা। ১৯৯৯ সালে মৃত্যুবরন করেন।

চিত্র স্বীকৃতি: অজানা