প্রবেশদ্বার:বাঘ/ভূমিকা
অবয়ব
বাঘ (Panthera tigris) বিশাল বিড়াল পরিবারের অন্তর্ভুক্ত একটি স্তন্যপায়ী প্রাণী। প্যানথেরা গোত্রের অন্তর্ভুক্ত চারটি বৃহৎ বিড়ালের মধ্যে এটি একটি। এটি ফেলিডি পরিবারের অন্তর্ভুক্ত সবচেয়ে বড় প্রাণী। বাঘ বাংলাদেশ ও ভারতের জাতীয় প্রাণী। পূর্ব ও দক্ষিণ এশিয়ার অনেক এলাকায় একে দেখা যায়। বিভিন্ন নিরামিষাসী প্রাণী বাঘের খাদ্য। কিছু সময়ে বাঘ মানুষখেকো হয়ে যায়।বাঘ লম্বায় ৩.৩ মিটার (১১ ফিট) এবং ওজনে ৩০০ কিলোগ্রাম (৬৬০পাউন্ড) পর্যন্ত হয়। বাঘের মিলন সারা বছর চললেও বিশেষ ঋতুতে তা বেড়ে যায়। বাঘ সাঁতার ভালো কাটতে পারে। বাঘের নয়টি উপপ্রজাতীর মধ্যে তিনটি বিলুপ্ত।