প্রবেশদ্বার:ফিলিস্তিন/নির্বাচিত জীবনী/২

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
ইজ্জউদ্দিন আল-কাসসাম

ইজ্জদ্দীন আবদুল কাদির ইবনে মুস্তাফা ইবনে ইউসুফ ইবনে মুহাম্মদ আল-কাস‍্সাম (১৯ ডিসেম্বর ১৮৮২ – ২০ নভেম্বর ১৯৩৫) ছিলেন ১৯২০ ও ১৯৩০ এর দশকের একজন সিরীয় ইসলাম প্রচারক, লেভান্টে ব্রিটিশ ও ফরাসি মেন্ডেট শাসনের বিরুদ্ধে স্থানীয় প্রতিরোধে নেতৃত্বদানকারী এবং জায়নবাদের সশস্ত্র প্রতিরোধকারী নেতা। আল-আজহার বিশ্ববিদ্যালয়ের এই প্রাক্তন ছাত্র উসমানীয় শাসনের শেষের দিকে সিরিয়ায় নিজ শহর জাবলাহতে একজন ইসলামি পুনর্জা‌গরণবাদি হিসেবে কাজ শুরু করেন। লিবিয়ায় ইতালীয় শাসনের সময় তিনি লিবিয়ান মুক্তিযোদ্ধাদের পক্ষে কাজ করেন। ১৯১৯-২০ সালে উত্তর সিরিয়ায় ফরাসি বাহিনীর বিরুদ্ধে তিনি সশস্ত্র লড়াইয়ে যোগ দেন।

পরবর্তীতে তিনি ফিলিস্তিনে যান এবং ওয়াকফ কর্মকর্তা হিসেবে কাজ শুরু করেন। ১৯৩০ এর দশকে তিনি স্থানীয় যোদ্ধাদের নিয়ে দল গঠন করে ব্রিটিশ ও ইহুদি লক্ষ্যবস্তুতে আক্রমণ করেন। একজন ব্রিটিশ পুলিশ নিহত হওয়াতে তার ভূমিকার রয়েছে সন্দেহ হওয়ায় গ্রেপ্তার অভিযানে তিনি নিহত হন। ১৯৩৬-৩৯ সালে ফিলিস্তিনের আরব বিদ্রোহে তার মৃত্যু ও অভিযান ভূমিকা রেখেছে।