প্রবেশদ্বার:জ্যোতির্বিজ্ঞান/চিত্র/১

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
চিত্রের কৃতিত্ত্ব: নাসা

মিমাস হলো শনির চাঁদ। এটি ১৭৮৯ সালে উইলিয়াম হার্শেল আবিষ্কার করেন, যার নামানুসারে ছবিটির বড় গর্তটির নামকরণ করা হয়েছে। এটি সৌরজগতের বিংশতম বৃহত্তম উপগ্রহ। মিমাসের এই ছবিটি ২০১০ সালে মহাকাশযান ক্যাসিনি দ্বারা তোলা হয়েছিল।