প্রবেশদ্বার:কাজী নজরুল ইসলাম/নির্বাচিত গান

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

চল্‌ চল্‌ চল্‌ বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম কর্তৃক রচিত এবং সুরারোপিত সন্ধ্যা কাব্যগ্রন্থের অন্তর্গত একটি গান। এটি বাংলাদেশের রণ-সঙ্গীত হিসেবে নির্বাচন করা হয়।

গানের কথা[সম্পাদনা]

চল্‌ চল্ চল্ ঊর্দ্ধ গগনে বাজে মাদল, নিম্নে উতলা ধরণী তল অরুণ প্রাতের তরুণ দল চল্‌ রে চল্‌ রে চল্‌ চল্‌ চল্ চল্ ।।

ঊষার দুয়ারে হানি আঘাত আমরা আনিব রাঙা প্রভাত, আমরা টুটিব তিমির রাত বাঁধার বিন্ধ্যা চল।।

বিস্তারিত