বিষয়বস্তুতে চলুন

প্রবেশদ্বার:ইসলামের ইতিহাস/নির্বাচিত জীবনী/১

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

হযরত শাহজালাল (র:) আরবের ইয়েমেনের অধিবাসি ছিলেন। তাঁর পিতা মাহমুদ বিন মোহাম্মদ ছিলেন কোরায়শ বংশের একজন সম্মানিত ব্যক্তি। তিনি বিধর্মীদের সাথে যুদ্ধ করে শহীদ হন। তাঁর মা ছিলেন সৈয়দ বংশের এক ময়সী নারী। শাহজালালের বয়স তিন বছর পূর্ণ হওয়ার আগেই তিনি মারা যান। মায়ের মৃত্যুর পর মামা সৈয়দ আহমদ কবির সোহরাওয়ার্দী তাঁকে নিজের কাছে নিয়ে লালন পালন করেন। ধীরে ধীরে তার অলৌকিক ক্ষমতা প্রকাশ পেতেহী থাকল।


বিস্তারিত