প্রধান পরিচালন কর্মকর্তা
অবয়ব
প্রধান পরিচালন কর্মকর্তা (ইংরেজি: Chief Operating Officer বা Chief operations officer, সংক্ষেপে COO সিওও) কোনও ব্যবসা প্রতিষ্ঠানের সর্বোচ্চ মর্যাদাক্রমবিশিষ্ট নির্বাহী পদগুলির একটি। প্রধান পরিচালন কর্মকর্তা তার ব্যবসা প্রতিষ্ঠানের দৈনন্দিন কর্মকাণ্ড পরিচালনার কাজে নিয়োজিত থাকেন।[১] তিনি নিয়মিতভাবে প্রতিষ্ঠানের সর্বোচ্চ মর্যাদাক্রমের অধিকারী কর্মকর্তার কাছে (সাধারণত প্রধান নির্বাহী কর্মকর্তা) প্রতিবেদন পেশ করেন।[২]
প্রধান পরিচালন কর্মকর্তা সাধারণত কোনও ব্যবসা প্রতিষ্ঠানের দ্বিতীয় সর্বোচ্চ ক্ষমতাধর ব্যক্তি। তার উপরে কেবল চেয়ারম্যান বা সভাপতি এবং প্রধান নির্বাহী কর্মকর্তা কাজ করেন।
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "Chief Operating Officer – COO"। Investopedia। সংগ্রহের তারিখ ২০১১-০২-০৮।
- ↑ Levinson, Harry (১৯৯৩), "Between CEO and COO", Academy of Management Executive, 7 (2): 71–83, জেস্টোর 4165123