প্রদ্যোত কুমার মহান্তি

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

প্রদ্যোত কুমার মহান্তি (জন্ম ১৯৪০) একজন ভারতীয় প্রাক্তন রাজনীতিবিদ। মহান্তি ১৯৭২ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে দাঁতন নির্বাচনী এলাকা থেকে পশ্চিমবঙ্গ বিধানসভায় নির্বাচিত হয়েছিলেন, তখন একজন ৩২ বছর বয়সী আইনজীবী এবং কংগ্রেস (ও) প্রার্থী ছিলেন।[১] মহান্তি ১৯৭৭ এবং ১৯৮২ সালে জনতা পার্টির প্রার্থী হিসাবে আবার দাঁতান আসনে জয়ী হন।[২][৩] ১৯৮৭ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে তিনি কংগ্রেস (আই) প্রার্থী হিসাবে পটাশপুর কেন্দ্র থেকে নির্বাচিত হন।[৪]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. Prabhat Kumar Palit (১৯৮৩)। The Congress (O) in West Bengal Politics: Role Performance and Role Perception। B.B. Company, Publication Division। পৃষ্ঠা 79। 
  2. Election Commission of India. West Bengal 1977
  3. Election Commission of India. West Bengal 1982
  4. Election Commission of India. West Bengal 1987