প্রথম মেহমেদ গিরায় খান

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
প্রথম মেহমেদ গিরায় খান (বামে), ও তাঁর পিতা মেংলি গিরায় খান (মাঝখানে)। (ডানে) অটোমান সুলতান দ্বিতীয় বায়েজিদ।

প্রথম মেহমেদ গিরায় খান ছিলেন ক্রিমিয়ান খানাতের খান বা শাসক। তাঁর শাসনামল ছিল ১৫১৫-১৫২৩।

তিনি গ্রেট খান হিসেবে পরিচিত ছিলেন। ক্রিমিয়ান খানাতের খান প্রথম মেংলি গিরায় তার পিতা। মেহমেদ গিরায়ের জন্ম হয় ১৪৬৫ সালে, মৃত্যু ১৫২৩ সালে।

তিনি হাসান বে-এর কন্যা নুরুম সুলতান খাতুনকে বিয়ে করেছিলেন।

তথ্যসূত্র[সম্পাদনা]