প্রণয় কুমার ভার্মা

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
প্রণয় কুমার ভার্মা
বাংলাদেশে ভারতীয় হাইকমিশনার
দায়িত্বাধীন
অধিকৃত কার্যালয়
২১ সেপ্টেম্বর ২০২২
পূর্বসূরীবিক্রম দোরাইস্বামী
ভিয়েতনামে ভারতের রাষ্ট্রদূত
কাজের মেয়াদ
২৫ জুলাই ২০১৯ – ২০২২ সেপ্টেম্বর
পররাষ্ট্র মন্ত্রণালয়ের পূর্ব এশিয়া বিভাগের যুগ্ম সচিব
কাজের মেয়াদ
২০১৭ জুন – ২০১৯ জুলাই
ব্যক্তিগত বিবরণ
জাতীয়তাভারতীয়
সন্তান
শিক্ষামেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং
প্রাক্তন শিক্ষার্থীমিডলবারি ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল স্টাডিজ, মার্কিন যুক্তরাষ্ট্র
পেশাভারতীয় পররাষ্ট্র সেবা
ওয়েবসাইটঅফিসিয়াল ওয়েবসাইট

প্রণয় কুমার ভার্মা (ইং: Pranay Verma) একজন ভারতীয় কূটনীতিবিদ। ২০২২ সালের ২১ সেপ্টেম্বর থেকে বিক্রম দোরাইস্বামীর স্থলাভিষিক্ত করে বাংলাদেশে ভারতীয় হাই কমিশনারের দায়িত্ব গ্রহণ করেন।[১]

কর্মজীবন[সম্পাদনা]

১৯৯৪ সালে ইন্ডিয়ান ফরেন সার্ভিসে যোগ দেন। তিনি হংকং, সানফ্রানসিসকো, বেইজিং, কাঠমান্ডু ও ওয়াশিংটনে দায়িত্ব পালন করেছেন।[২] বাংলাদেশের আগে তিনি ভিয়েতনামে রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করেছেন। বর্তমানে ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার বিক্রম দোরাইস্বামীর স্থলাভিষিক্ত করে দায়ত্ব। পালন করছেন।[৩]

ঢাকায় আসার আগে হাই কমিশনার ভার্মা ২০১৯ সালের জুলাই থেকে ভিয়েতনামে ভারতের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেন।[৪] এর আগে, তিনি জুন ২০১৭ থেকে জুলাই ২০১৯ পর্যন্ত নয়া দিল্লিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের পূর্ব এশিয়া বিভাগের যুগ্ম সচিবের পদে অধিষ্ঠিত ছিলেন; এবং অক্টোবর ২০১৪ থেকে জুন ২০১৭ পর্যন্ত মুম্বাইতে পরমাণু শক্তি বিভাগে পররাষ্ট্র সম্পর্ক-বিষয়ক যুগ্ম সচিব হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি ২০০৯-২০১০ সময়কালে পররাষ্ট্র সচিবের স্টাফ অফিসার ও জলবায়ু পরিবর্তন-বিষয়ক আলোচনার পরিচালকের দায়িত্বে ছিলেন।

ভারতীয় ফরেন সার্ভিসে যোগদানের আগে, তিনি ভারতের ইস্পাত উত্পাদনকারী প্রতিষ্ঠান টাটা স্টিলের একজন স্নাতক প্রশিক্ষণার্থী হিসাবে তার পেশাদার কর্মজীবন শুরু করেছিলেন।[৫]

শিক্ষা[সম্পাদনা]

মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক, মিডলবারি ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল স্টাডিজ, মার্কিন যুক্তরাষ্ট্র থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন।

ব্যক্তিগত জীবন[সম্পাদনা]

তাঁর ও তাঁর স্ত্রী মনুর এক ছেলে ও এক মেয়ে রয়েছে।

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "Welcome to High Commission of India, Bangladesh"www.hcidhaka.gov.in। সংগ্রহের তারিখ ২০২৩-০৪-৩০ 
  2. ইউএনবি, ঢাকা (২০২২-০৯-২২)। "ভারতের নতুন হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা ঢাকায়"The Daily Star Bangla (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২৩-০৪-৩০ 
  3. "ঢাকায় ভারতের নতুন হাইকমিশনার প্রণয় ভার্মা"banglanews24.com। ২০২২-০৭-১২। সংগ্রহের তারিখ ২০২৩-০৪-৩০ 
  4. নিউজ, সময়। "ভারতের নতুন হাইকমিশনার কে এই প্রণয় কুমার ভার্মা? | আন্তর্জাতিক"Somoy News। সংগ্রহের তারিখ ২০২৩-০৪-৩০ 
  5. "আজ ঢাকা আসছেন ভারতের হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা"www.jugantor.com (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২৩-০৪-৩০ 

বহিঃসংযোগ[সম্পাদনা]