পোর্টসমাথের চুক্তি
অবয়ব

পোর্টসমাথের চুক্তি ১৯০৫ সালের ৫ সেপ্টেম্বর রাশিয়া ও জাপানের মধ্যে স্বাক্ষরিত হয় এবং এর মধ্য দিয়ে রুশ-জাপান যুদ্ধের সমাপ্তি ঘটে।[১] ১৯০৫ সালের ৬ আগস্ট থেকে ৩০ আগস্ট পর্যন্ত মার্কিন যুক্তরাষ্ট্রের মেইন অঙ্গরাজ্যের কিটারি-র পোর্টসমাথ জাহাজখোলাতে (shipyard) উভয়পক্ষের আলোচনার পর চুক্তিটি স্বাক্ষরিত হয়। মার্কিন রাষ্ট্রপতি থিওডোর রুজভেল্ট এই চুক্তির মধ্যস্থতা করেন এবং তার অবদানের জন্য ১৯০৬ সালে নোবেল শান্তি পুরস্কার লাভ করেন।
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "Text of Treaty; Signed by the Emperor of Japan and Czar of Russia", The New York Times. October 17, 1905.