পেটলা নবিবকশ উচ্চ বিদ্যালয়

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
পেটলা নবিবকশ উচ্চ বিদ্যালয়
নবিবকশ উচ্চ বিদ্যালয়
অবস্থান
ভারত
,
পশ্চিমবঙ্গ
,
৭৩৬১৩৫
তথ্য
অন্য নামNabibakash High School, Petla
বিদ্যালয়ের ধরনসরকারি উচ্চ বিদ্যালয়
প্রতিষ্ঠাকাল১৯৪৯
প্রতিষ্ঠাতানবিবকশ ব্যাপারি
অবস্থাসক্রিয়
বিদ্যালয় জেলাকুচবিহার
বিদ্যালয় নম্বর১৯০৩০১০৯৫০২

নবিবকশ উচ্চ বিদ্যালয় (ইংরেজি: Nabibakash High School) নবিবকশ উচ্চ বিদ্যালয় দিনহাটার পেটলায় অবস্থিত। [১] এটি ১৯৪৯ সালে স্থাপিত হয়েছে।

ইতিহাস[সম্পাদনা]

১৯৪৯ সালে মহান দাতা নাবিবাকাশ ব্যাপারি মানব কল্যানের উদ্দেশে এবং সাধারন মানুষের কাছে শিক্ষার আলো পৌঁছে দিতে এই মহান কাজটি করেন। তৎকালীন সময়ে তিনি ছিলেন একজন আধ্যাতিক চিন্তাবিদ।

পেটলা নবীবকাশ উচ্চ বিদ্যালয়ের অবস্থান দিনহাটা-১, কোচবিহারে। এই রাজ্য বোর্ড স্কুলে ৪৯ জন নিবেদিত এবং পেশাদার অনুষদ সদস্য রয়েছে যারা শিশুদের মানসম্পন্ন শিক্ষা প্রদান করে। পেটলা নবীবকাশ উচ্চ বিদ্যালয়টি ১৯৪৯ সালে চালু করা হয়েছিল। এই বিদ্যালয়ের প্রাথমিক শিক্ষার মাধ্যম বাংলা এবং ছাত্র শিক্ষকের অনুপাত হল ৬১:১। বিদ্যালয়ের প্রতিটি সদস্য সর্বোত্তম শিক্ষার পরিবেশ প্রদানের জন্য প্রতিশ্রুতিবদ্ধ। এই স্কুলে ৫ থেকে ১২ পর্যন্ত ক্লাস চলে। এই স্কুলে ছাত্র সংখ্যা প্রায় 2992 জন। এই বিদ্যালয়ের লাইব্রেরিতে ১৭ হাজার বই রয়েছে।বিদ্যালয়টি একাডেমিক ক্ষেত্রে ব্যতিক্রমী ফলাফল দিয়েছে এবং এর শিক্ষার্থীরা অতিরিক্ত সহপাঠ্যক্রমিক ক্রিয়াকলাপেও পারদর্শী হয়েছে। এই স্কুলের ১০০% শিক্ষার্থী পরীক্ষায় যোগ্যতা অর্জন করেছে এবং এর মধ্যে 29% প্রথম গ্রেড পেয়েছে।[২]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "NABIBAKASH HIGH SCHOOL(H.S), PETLA - Petla / Ix, District Koch Bihar (West Bengal)"schools.org.in (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২১-১১-১১ 
  2. "Petla Nabibakash High School - Dinhata-I, Cooch Behar - Reviews, Fee Structure, Admission Form, Address, Contact, Rating - Directory"EduGorilla Listings (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২১-১১-১১