পুসি ক্যাট পুসি ক্যাট

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

"পুসি ক্যাট, পুসি ক্যাট" ইংরেজি ভাষার একটি জনপ্রিয় শিশুতোষ ছড়া । এর রাউড ফোক সং ইনডেক্স নম্বর হল ১৫০৯৪ ।[১]

কথা ও সুর[সম্পাদনা]

প্রচলিত আধুনিক সংস্করণের অন্তর্ভুক্ত কথাগুলো হলো:

পুসি ক্যাট, পুসি ক্যাট, হয়্যার হ্যাভ ইউ বিন?
আই'ভ বিন টু লন্ডন টু ভিজিট দ্যা কুইন ।
পুসি ক্যাট, পুসি ক্যাট, হয়াট ডিড ইউ ডু দেয়ার?
আই ফ্রাইটেন্ড অ্যা লিটল মাউস আন্ডার হার চেয়ার ।[২]

সুরকার এবং নার্সারি ছড়া সংগ্রাহক জেমস উইলিয়াম ইলিয়ট তার ন্যাশনাল নার্সারি রাইমস এন্ড নার্সারি সংস (১৮৭০) বইটিতে প্রথম ছড়াটির সাথে প্রচলিত সুরটি উল্লেখ করেন ।[৩] আসল সংস্করণটির জন্য 'হোয়াট ডিড ইউ দেয়ার' অংশটির মধ্যে কোন 'ডু' নেই ।

উৎপত্তি[সম্পাদনা]

ছড়াটির সবচেয়ে পুরাতন লিখিত দলিল পাওয়া যায় ১৮০৫ সালে লন্ডনে প্রকাশিত সংস ফর নার্সারি বইটির মধ্যে ।[২] খুব সাধারণত ইংল্যান্ডের রানি প্রথম এলিজাবেথ কেই বইটির ছবির রানি হিসেবে চিত্রিত করা হয়, তবে ব্রুনসুইকের ক্যারোলিনকেও ধারণা করা হয়ে থাকে ।[২]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "Roud Folksong Index S249491Pussy cat, pussy cat, where have you been"Vaughan Williams Memorial LibraryEnglish Folk Dance and Song Society। সংগ্রহের তারিখ ২০ মে ২০১৬ 
  2. I. Opie and P. Opie, The Oxford Dictionary of Nursery Rhymes (Oxford University Press, 1951, 2nd edn., 1997), p. 357.
  3. J. J. Fuld, The Book of World-Famous Music: Classical, Popular, and Folk (Courier Dover Publications, 5th edn., 2000), আইএসবিএন ০৪৮৬৪১৪৭৫২, p. 502.