পুলিশ ট্রেনিং সেন্টার, নোয়াখালী
পুলিশ ট্রেনিং সেন্টার, নোয়াখালী | |
---|---|
![]() | |
অবস্থান | |
মেইন রোড, মাইজদি, নোয়াখালী বাংলাদেশ | |
তথ্য | |
ধরন | পুলিশ ট্রেনিং |
প্রতিষ্ঠাকাল | ১৯৭২ |
ওয়েবসাইট | https://www.police.gov.bd |
পুলিশ ট্রেনিং সেন্টার, নোয়াখালী বাংলাদেশের চারটি পুলিশ প্রশিক্ষণ কেন্দ্রগুলির একটি। বাংলাদেশ পুলিশের শিক্ষানবিশ কন্সটেবলদের প্রশিক্ষণের জন্য প্রতিষ্ঠিত করা হয়।[১][২]
বিবরণ[সম্পাদনা]
১৯৭২ সালে সর্ব প্রথম এটি আঞ্চলিক পুলিশ প্রশিক্ষণ স্কুল হিসেবে প্রতিষ্ঠিত হয়। ১৯৯০ সালে নবায়িত করে পুলিশ ট্রেনিং সেন্টারে (পিটিসি) উন্নীত করা হয়। এখানে শিক্ষানবিশ কন্সটেবল ছাড়াও নাবিক, বন রক্ষা বাহিনী, চাকুরীরতদের নবায়ন কোর্সের প্রশিক্ষণও দেওয়া হয়ে থাকে। একজন অতিরিক্ত ডেপুটি ইন্সপেক্টর জেনারেল (ডিআইজি) এই প্রতিষ্ঠানের অধ্যক্ষের দায়িত্ব পালন করেন।
কোর্সসমূহ[সম্পাদনা]
ক্রমিক নং | শিক্ষানবিশদের পদবী | সময়সীমা |
---|---|---|
০১ | উপপুলিশ পরিদর্শক | ৬ মাস |
০২ | রিক্রুট কন্সটেবল (পুরুষ ও মহিলা) | ৬ মাস |
তথ্যসূত্র[সম্পাদনা]
- ↑ "নোয়াখালীতে পুলিশ ট্রেনিং সেন্টারে কনস্টেবলদের সনদ বিতরণ | কালের কণ্ঠ"। Kalerkantho। সংগ্রহের তারিখ ২০১৯-০৭-২২।
- ↑ "নোয়াখালীতে ট্রেইনি রিক্রুট কনস্টেবলের মাঝে সার্টিফিকেট বিতরণ | বাংলাদেশ প্রতিদিন"। Bangladesh Pratidin (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০১৯-০৭-২২।