পুরবেক উপত্যকা লোক উৎসব

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
২০২২ সালে পুরবেক উপত্যকা লোক উৎসবে বনফায়ার র‌্যাডিক্যালস

পুরবেক উপত্যকা লোক উৎসব হল ইংল্যান্ডের ডরসেটের আইল অফ পুরবেক-এ অনুষ্ঠিত একটি লোকসঙ্গীত উৎসব। [১]

উদ্বোধনী অনুষ্ঠানটি ২০০৯ সালের আগস্টে কিমেরিজ উপসাগরের কাছে পুরবেক ফোক ফেস্টিভ্যাল হিসাবে সংগঠিত হয়েছিল। [২] ২০১৪ সালে, উৎসবটি ২২-২৪ আগস্টের মধ্যে উইল্কসউড ফার্ম, ল্যাংটন ম্যাট্রাভার্সে অনুষ্ঠিত হয়েছিল এবং এতে ২,৪০০ জন দর্শক উপস্থিত ছিলেন। [৩] [৪] ২০১৫ সালে, উত্সবটি তার বর্তমান নাম গ্রহণ করে এবং হারমানস ক্রসের পূর্বেক ভ্যালি ফার্মে স্থানান্তরিত হয়। [৫]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. Hall, James (৫ মে ২০১৯)। "Britain's 50 best music festivals 2019"Telegraph.co.uk। সংগ্রহের তারিখ ১৬ মার্চ ২০২১ 
  2. "Folk faves at Purbeck"। Western Daily Press। ২৮ আগস্ট ২০০৯ – ProQuest-এর মাধ্যমে। 
  3. Mellen, Steve (২১ আগস্ট ২০১৪)। "Days out The West hosts more than one great festival on a farm"। Bristol Post – ProQuest-এর মাধ্যমে। 
  4. Pilcher, Danielle Robyn; Eade, Nick (২০১৬)। "Understanding the audience: Purbeck Folk Festival": 21–49। আইএসএসএন 1758-2954ডিওআই:10.1108/IJEFM-09-2015-0039 
  5. "Location"। Purbeck Valley Folk Festival। সংগ্রহের তারিখ ১৬ মার্চ ২০২১ 

বহিঃসংযোগ[সম্পাদনা]