বিষয়বস্তুতে চলুন

পিটার ব্লেকার

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
চিত্র:Peter-Allan-Renshaw-Blaker-Baron-Blaker-of-Blackpool.jpg

পিটার অ্যালান রেনশ ব্লেকার, ব্যারন ব্লেকার, KCMG, পিসি (৪ অক্টোবর ১৯২২ - ৫ জুলাই ২০০৯) একজন ব্রিটিশ রক্ষণশীল রাজনীতিবিদ ছিলেন।

রাজনৈতিক পেশা

[সম্পাদনা]

১৯৬৪ সালে তিনি ব্ল্যাকপুল সাউথের সংসদ সদস্য নির্বাচিত হন, যা তিনি ১৯৯২ সাল পর্যন্ত প্রতিনিধিত্ব করেন। সংসদে, তিনি সেনাবাহিনীর (১৯৭২-৭৪), পররাষ্ট্র ও কমনওয়েলথ বিষয়ক (১৯৭৪ এবং ১৯৭৯-৮১) মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি ২৯ মে ১৯৮১ থেকে [১] ৯ জুন ১৯৮৩ পর্যন্ত প্রতিরক্ষা মন্ত্রণালয়ে প্রতিরক্ষা মন্ত্রী ছিলেন।[২] তিনি ১৯৮৩ সালের জন্মদিনের সম্মানে প্রিভি কাউন্সিলের শপথ নেন, এবং ২১ জুলাই ১৯৮৩-এ তিনি নাইট কমান্ডার অফ দ্য অর্ডার অফ সেন্ট মাইকেল অ্যান্ড সেন্ট জর্জ (KCMG) নিযুক্ত হন

হাউস অফ লর্ডস

[সম্পাদনা]

১০ অক্টোবর ১৯৯৪-এ তিনি ব্যারন ব্লেকার, ল্যাঙ্কাস্টার কাউন্টির ব্ল্যাকপুলের এবং পশ্চিম সাসেক্সের কাউন্টির লিন্ডফিল্ডের একজন লাইফ পিয়ার হিসেবে তৈরি হন।[৩]

পাদটীকা

[সম্পাদনা]
  1. "Keele: Ministerial membership of MOD 1970-97"। ১৬ জানুয়ারি ২০০৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৬ এপ্রিল ২০০৯ 
  2. "Keele: Ministers who left the MoD who haven't gone elsewhere in Government"। ১৯ জানুয়ারি ২০০৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৬ এপ্রিল ২০০৯ 
  3. আপনাকে অবশ্যই issue= দিতে হবে।

তথ্যসূত্র

[সম্পাদনা]

বহিঃসংযোগ

[সম্পাদনা]