পার্ক হায়াত হায়দ্রাবাদ

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
(পার্ক হাইয়াট হাইদ্রারাবাদ থেকে পুনর্নির্দেশিত)
পার্ক হায়াত হায়দ্রাবাদ
পার্ক হায়াত হায়দ্রাবাদ
মানচিত্র
হোটেল চেইনহায়াত
সাধারণ তথ্য
অবস্থানভারত
ঠিকানারোড নং ২, বানজারা হিলস, হায়দ্রাবাদ, অন্ধ্রপ্রদেশ, ৫০০০৩৪, ভারত
কার্যারম্ভ২৯ এপ্রিল ২০১২; ১১ বছর আগে (29 April 2012)
ব্যবস্থাপনাগ্লোবাল হায়াত কর্পোরেশন
কারিগরী বিবরণ
তলার সংখ্যা
নকশা এবং নির্মাণ
স্থপতিজন পোর্টম্যান এন্ড অ্যাসোসিয়েটস
অন্যান্য তথ্য
কক্ষ সংখ্যা১৮৫
সংকলনের সংখ্যা২৪
ওয়েবসাইট
hyderabad.park.hyatt.com

পার্ক হায়াত হায়দ্রাবাদ ভারতের হায়দ্রাবাদের সন্নিকটে থাকা বানজারা পাহাড়ে অবস্থিত একটি জাঁকজমকপূর্ন হোটেল যা ২০১২ সালের ২৯শে এপ্রিল উদ্বোধন করা হয় [১]। ৩২,২৫৬ বর্গমিটার (৩৪৭,২০০ বর্গ ফিট) এলকাজুড়ে নির্মিত হোটেলটি ভারতের শহুরে পার্ক হাইট ধাচের প্রথম এবং পার্ক হাইটের সমগ্র হোটেল ব্যবসার ইতিহাসে ২৯ তম সংযোজন।

ইতিহাস[সম্পাদনা]

৩২,২৫৬ বর্গমিটার (৩৪৭,২০০ বর্গ ফিট) এলকাজুড়ে নির্মিত হোটেলটির নির্মাণ কাজ আরম্ভ হয় ২০০৬ সালে। এটি গায়ার্তি হাই-টেক হোটেলের মালিকানাধীন প্রতিষ্ঠান এবং হাইয়াট কর্তৃক পরিচালিত, যা ২০১২ সালের ২৯ শে এপ্রিল উদ্ভোদনকৃত[২]। এটি নির্মাণে খরচ হয়েছিলা আনুমানিক ৭ বিলিয়ন রূপি।

হোটেলটির অবস্থান[সম্পাদনা]

হোটেলটি সেন্ট্রাল বিজনেজ ডিস্ট্রিক্ট হতে মাত্র ১০ মিনিট দুরে অবস্থিত এবং হাইদ্রারাবাদ কনভেনশন সেন্টার, হাইটেক সিটি, সাইবার টাওয়ার থেকে ২০ মিনিট দুরে অবস্থিত। এটি রাজিব গান্ধি আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৩৭ কিমি, সেকুন্দারবাদ রেলস্টেশন থেকে ১৪ কিমি এবং নামপালি রেলস্টেশন থেকে ৮.৬ কিমি দুরত্বে অবস্থিত।[৩]

হোটেলটির বর্ণনা[সম্পাদনা]

হোটেলটির প্রখম ৬ টি তালাতে আছে মোট ১৮৫ টি রুম, ২৪ ট স্যুট এবং এছাড়াও আছে ৪২ টি পরিপাটি সেবাধর্মী এ্যাপার্টমেন্টস যাকে বাসস্থান বলা হয়। পত্যেকটি হোটেল গেষ্টরুমই হাদ্রারাবাদ এর মধ্যে সবচেয়ে বড়, যার পরিমাপ ৪৬৩ বর্গফিট। হোটেল লবিটি মনোমুগ্ধকর জল খেলার বৈশিষ্ট্য নিয়ে ৩৫ ফুট দীর্ঘ সাদা কঠিন কাঠামোর উপর তৈরীকৃত। পার্ক হাইয়াট হলো ভারতের প্রথম হোটেল যেখানে হাইয়াট রেসিডেন্সিয়াল-নকশা যা কিনা ম্যানর নামে পরিচিত-প্রয়োগ করা হয়েছে। অনেকগুলো খাবারের ডাইনিং সমৃদ্ধ হোটেলটিতে আছে একটি লবি লাউঞ্জ- থাকার রুম, খাবারের রুম- দিনব্যাপী খাবার রেস্তোরা, ট্রি-ফোর্নি বার এবং রোস্তারা- উত্তর ইতালীয় কুইজিন, অরিয়েন্টাল বার এবং রান্নাঘর- দক্ষিণ পূর্ব এশীয় কুইজিন। হোটেলটিতে আরো আছে স্পা এবং ব্যায়ামের সুব্যবস্থা। এছাড়াও হোটেলটিতে আছে শারীরিকভাবে অসুবিধার সম্মুথীনদের জন্য বিশেষ সুবিধা। হোটেলটির নিরাপত্তা বিভাগ শারীরিকভাবে অসুবিধার সম্মুখীন মেহমানদের প্রতি দিন ভিত্তিক এই বিশেষ সুবিধা প্রদান করে থাকে। যে সকল ক্ষেত্রে রুম খালি করা অত্যন্ত প্রয়োজন, সেসকল ক্ষেত্রে অসুবিধার সম্মুখীন মেহমানরা বিশেষ হোটেলের কর্তৃপক্ষের নিকট হতে বিশেষ সুবিধা প্রাপ্ত হোন এবং তাদেরকে ব্যক্তিগত পর্যায়ে নিরপত্তা বিধান করা হয় হোটেল থেকে। পাবলিক বিশ্রামগার রেস্তোরা, লাউঞ্জ এবং লবি এলকাগুলোতে হুইলচেয়ারের প্রবেশাধিকার রয়েছে এবং সুব্যবস্থা আছে[৪]

হোটেলের কক্ষসমূহ[সম্পাদনা]

৪৫ বর্গ মিটার থেকে ১১০ বর্গমিটার গেস্টরুম সমূহ প্রাকৃতিক উপাদান এবং আধুনিক জাঁকজঁমকের মিশ্রনে নির্মিত। বিশালাকার বৃষ্টি ঝরণা এবং আলাদা টাব সমৃদ্ধ প্রধান বাথরুম সমূহ এবং রুমগুলি ৪৬ ইঞ্চি এলসিটি টেলিভিশন সহ অন্যান্য উচ্চ প্রযুক্তি সমৃদ্ধ। স্পা সমৃদ্ধ বাথরুম থেকে শহরের চিত্র দেখা যায় যার সাথে আছে বাথটাব এবং বিশালাকার বৃষ্টি ঝরণা এবং একটি করে ১৭ ইঞ্চি টিভি।হাই-টেক মিডিয় কেন্দ্রতে আছে ৫৫-ইঞ্চি এলসিডি টিভি[৫]

১. পার্ক কিং রুম

২. পার্ক সুইট কিং রুম

৩. হাইট কিং

৪. হাইট টুইন

৫. হাইট ডিলাক্স কিং

৪. অনুষ্ঠান সমূহ

হোটেলটি ইউএনডব্লুউটিও, টাটা এর কন্ফারেন্স কেন্দ্র হিসাবে ব্যবহৃত হয়েছিল।

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "Park Hyatt restaurants opened"। thehindu.com। সংগ্রহের তারিখ ২০১৫-০৮-১৭ 
  2. "HYDERABAD, 8 April 2012 Luxury has a new address"। The Hindu। সংগ্রহের তারিখ ২০১৫-০৮-১৭ 
  3. "Park Hyatt Hyderabad Hotel Location"। cleartrip.com। সংগ্রহের তারিখ ২০১৫-০৮-১৭ 
  4. Stephanie Johnnidis on 6 April 2012 "Park Hyatt Hyderabad Opens in Southern India"। Fodors Travel। ২০১৪-০৫-০৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৫-০৮-১৭ 
  5. Amit Dixit "The understated façade of the Park Hyatt Hyderabad"। Travel Outlook India। ২০১৩-১২-২৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৫-০৮-১৭ 

বহিঃসংযোগ[সম্পাদনা]