বিষয়বস্তুতে চলুন

পাইথন সফটওয়্যার ফাউন্ডেশন

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
পাইথন সফটওয়্যার ফাউন্ডেশন
সংক্ষেপেপিএসএফ (PSF)
গঠিত৬ মার্চ ২০০১
ধরন501(c)(3) অলাভজনক প্রতিষ্ঠান
উদ্দেশ্যপাইথন প্রোগ্রামিং ভাষার প্রচার, সুরক্ষা ও উন্নয়ন
পাইথন প্রোগ্রামারদের আন্তর্জাতিক সম্প্রদায়কে সহায়তা প্রদান করা
সম্প্রদায়ের সভ্য সংখ্যা বৃদ্ধিকে সহজতর করা
সদরদপ্তরডেলওয়্যার , মার্কিন যুক্তরাষ্ট্র
যে অঞ্চলে কাজ করে
সমগ্র বিশ্ব
সদস্যপদ
২৪৪[]
দাপ্তরিক ভাষা
ইংরেজি
প্রেসিডেন্ট
গুইডো ভ্যান রস্যিউম
চেয়ারম্যান
ভ্যান লিন্ডবার্গ
বাজেট
$৭৫০,০০০, ২০১১ এর জন্য
ওয়েবসাইটwww.python.org/psf/

পাইথন সফটওয়্যার ফাউন্ডেশন (পিএসএফ) পাইথন প্রোগ্রামিং ভাষা কেন্দ্রিক একটি অলাভজনক প্রতিষ্ঠান।[] প্রতিষ্ঠানটির সুচনা হয় ২০০১ সালের ৬ মার্চ।

উদ্যেশ্য

[সম্পাদনা]

প্রতিষ্ঠানটি গড়ে তোলার পিছনে বেশ কিছু উদ্যেশ্য ছিল। প্রধান উদ্দ্যেশ্য গুলো হল, নবগঠিত পাইথন কমিউনিটির উন্নয়ন, পাইথন কমিউনিটিতে সংগঠিত বিভিন্ন কাজের তদারকি করা ও দায়িত্ব গ্রহণ করা, মূল পাইথন ডিস্ট্রিবিউশনের উন্নয়ন করা, বুদ্ধিবৃত্তিক স্বত্বাধিকার গুলোর ব্যাবস্থাপনা করা, পাইকন (PyCon) সহ উন্নয়নকারীদের জন্য সম্মেলন আয়োজন করা, তহবিল সংগ্রহ করা ইত্যাদি।

সদস্য

[সম্পাদনা]

কর্মকর্তা, পরিচালক ও সদস্যদের নিয়ে পিএসএফ গঠিত।[] সদস্যদের মধ্যে তিন ধরেনের শ্রেণিবিভাজন রয়েছে।[]

  • পৃষ্ঠপোষক সদস্যঃ এ জাতীয় সদস্যরা একটি পৃষ্ঠপোষণ ফী প্রদানের পর নির্বাচিত হন।
  • নির্বাচিত সদস্যঃ এ জাতীয় সদস্যরা মেধার ভিক্তিতে নির্বাচিত হন।
  • সম্মান ও উপাধিসহ অবসরপ্রাপ্ত সদস্যঃ এ জাতীয় সদস্যরা আর পিএসএফের সক্রিয় সদস্য নন।

পিএসএফের সদস্যদের পূর্ণ ও হালনাগাদকৃত তালিকা। ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ৩০ জুন ২০১৩ তারিখে

সাহায্য ও শুভানুধ্যায়ী

[সম্পাদনা]

পাইথন একটি মুক্ত সোর্স প্রোগ্রামিং ভাষা। এর গবেষণা, উন্নয়ন, রক্ষনাবেক্ষনের প্রয়োজনে প্রচুর ব্যয় হয়ে থাকে। পাইথন সফটওয়্যার ফাউন্ডেশন উক্ত ব্যয় নির্বাহের প্রয়োজনে শুভাকাঙ্খী যে কারো কাছ থেকে সাহায্য সংগ্রহ করে থাকে।[] পিএসএফের সাহায্যকারীদের মধ্যে অনেক আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন প্রতিষ্ঠান রয়েছে।[] যেমন,

সম্মাননা

[সম্পাদনা]

২০০৫ সালে পিএসএফ, "কাটিং-এজ" টেকনোলজির জন্য "কম্পিউটার ওয়ার্ল্ড হরাইজন এ্যাওয়ার্ড" লাভ করে।[]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "Officers, Directors, and Members of the Python Software Foundation"। Python Software Foundation। ২০১৩-০৬-৩০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৩-০৭-০৮ 
  2. http://www.python.org/psf/
  3. "সংরক্ষণাগারভুক্ত অনুলিপি"। ৩০ জুন ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২১ ডিসেম্বর ২০১৩ 
  4. http://www.python.org/psf/donations/
  5. http://www.python.org/psf/#psf-sponsor-members
  6. "সংরক্ষণাগারভুক্ত অনুলিপি"। ৩ ডিসেম্বর ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২১ ডিসেম্বর ২০১৩