পল ক্লিয়ারি (দৌড়বিদ)
অবয়ব
পল মার্কাস ক্লিয়ারি (জন্ম ২৮ এপ্রিল ১৯৭৬, মেলবোর্ন, ভিক্টোরিয়া) অস্ট্রেলীয় একজন অবসরপ্রাপ্ত পুরুষ মাঝারিপাল্লার দৌড়বিদ, যিনি জর্জিয়ার আটলান্টায় ১৯৯৬ সালের গ্রীষ্মকালীন অলিম্পিকে তার জন্মভূমির প্রতিনিধিত্ব করেছিলেন। সেখানে তিনি পুরুষদের ১৫০০ মিটার প্রতিযোগিতার বাছাইপর্ব থেকে বাদ পড়েছিলেন। ১৩ মার্চ ১৯৯৯ সালে অস্ট্রেলিয়ার ব্রিসবেনে পুরুষদের ১৫০০ মিটারে তিনি তার ব্যক্তিগত সেরা (৩.৩৬.২০) সেট করেন।
তথ্যসূত্র
[সম্পাদনা]- Paul Cleary আইএএএফ প্রোফাইল (ইংরেজি)
- sports-reference