ন্যায়বিচার ও পুনর্মিলন পার্টি

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
ন্যায়বিচার ও পুনর্মিলন পার্টি
Justice and Reconciliation Party
Stranka pravde i pomirenja
Странка правде и помирења
নেতাউসামে জুকোর্লিচ
প্রতিষ্ঠাতামুয়ামের জুকোর্লিচ
জাহজা ফেহরাতোভিচ
প্রতিষ্ঠা২০১০
সদর দপ্তরনভি পাজার
ভাবাদর্শ
ধর্মসুন্নি ইসলাম
জাতীয় অধিভুক্তিএসপিপি-ইউএসএস (সার্বিয়াতে) সিএনবি (মন্টিনিগ্রোতে)
ওয়েবসাইট
spp.rs

ন্যায়বিচার ও পুনর্মিলন পার্টি বা জাস্টিস অ্যান্ড রিকনসিলিয়েশন পার্টি (বসনীয়: Stranka pravde i pomirenja; সার্বীয়: Странка правде и помирења; abbr. СПП বা SPP) , পূর্বে বসনিয়াক ডেমোক্রেটিক ইউনিয়ন অফ স্যান্ডজাক নামে পরিচিত ছিল। এটি সার্বিয়ার একটি রাজনৈতিক দল। দলটি সার্বিয়া এবং মন্টিনিগ্রোর সান্দজাক অঞ্চলে বসবাসকারী বসনিয়াক জাতিগত সংখ্যালঘুদের প্রতিনিধিত্ব করে।

ইতিহাস[সম্পাদনা]

দলটি মধ্যপন্থী লিবারেল ডেমোক্রেটিক পার্টি (LDP) এবং কেন্দ্র-বাম সোশ্যাল ডেমোক্রেটিক ইউনিয়ন (SDU) এর সাথে জোট দল গঠন করে ২০১৪ সালের সংসদীয় নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে। কিন্তু এই নবগঠিত জোট দলটি একটি আসনেও জয়লাভ করতে পারেনি। এই নির্বাচনে জোট দলটি মাত্র ৩.৪% ভোট পায়।[৬]

২০১৬ সালের সংসদ নির্বাচনে দলটি কোনো জোটে অংশ না নিয়ে এককভাবে অংশগ্রহণ করে দুটি আসনে জয়লাভ করে।[৭] ২৩ ডিসেম্বর, ২০১৭ তারিখে দলটির নাম আনুষ্ঠানিকভাবে বসনিয়াক ডেমোক্রেটিক ইউনিয়ন অফ স্যান্ডজাক থেকে জাস্টিস অ্যান্ড রিকনসিলিয়েশন পার্টিতে পরিবর্তন করা হয়।[৮] জাহজা ফেহরাতোভিচ দলটি গঠনের পর থেকে এই সময় পর্যন্ত নেতৃত্ব দিয়েছেন। তবে নাম পরিবর্তনের পর, মুয়ামের জুকোর্লিচকে পুনর্গঠিত দলের নেতা হিসেবে নিযুক্ত করা হয়।

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. Bašić, Goran (২০১৮)। Multiculturalism in Public Policies। Belgrade: Academic Network for Cooperation in South-East Europe; Institute of Social Sciences; Institute for Ethnic Studies; Centre for International and Security Studies। পৃষ্ঠা 75। 
  2. Nordsieck, Wolfram (২০২০)। "Serbia"Parties and Elections in Europe। সংগ্রহের তারিখ ২৯ জুন ২০২০ 
  3. Suvakovic, Uros (২০২০-১১-২৪)। "Porodica kroz programske stavove političkih partija u Srbiji: presek stanja u drugoj deceniji XXI veka"Srpska politička misao (সার্বীয় ভাষায়)। 69 (3/2020): 43–61। ডিওআই:10.22182/spm.6932020.2 
  4. Jojić, Stefan (১৫ জানুয়ারি ২০২১)। "Erdogan as an admired sultan or an instrument in political competition? Locals' perceptions of the Turkish presence in Serbian Sandžak"Prague Security Studies Institute (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২২-০২-১১ 
  5. External influence in extremism & radicalism। Prague: Prague Security Studies Institute। ২০২০। 
  6. 2014 Elections Republic Electoral Commission
  7. RIK stavio tačku: Ovo su konačni rezultati izbora. B92. 6 May 2016.
  8. "БДЗС постала Странка правде и помирења,председник Зукорлић", Novosti, 23 December 2017, accessed 23 March 2018.