বিষয়বস্তুতে চলুন

নৌ পুলিশ (বাংলাদেশ)

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
নৌ পুলিশ
বাংলাদেশ নৌ পুলিশের মনোগ্রাম
বাংলাদেশ নৌ পুলিশের মনোগ্রাম
সংস্থা পরিদর্শন
প্রতিষ্ঠাকাল২০১৩; ১১ বছর আগে (2013)
অঞ্চল কাঠামো
পরিচালনার অঞ্চল বাংলাদেশ
সাধারণ প্রকৃতি
পরিচালনামূলক কাঠামো
প্রধান কার্যালয়ঢাকা, বাংলাদেশ
মাতৃ-সংস্থাবাংলাদেশ পুলিশ
ওয়েবসাইট
riverpolice.gov.bd

নৌ পুলিশ বাংলাদেশের অভ্যন্তরীণ নদী পথে চোরাচালান, দস্যুতা ও চাঁদাবাজিসহ সব ধরনের অপরাধ নিয়ন্ত্রণ ও নদীর সম্পদ রক্ষায় নিয়োজিত বাংলাদেশ পুলিশের একটি বিশেষ ইউনিট।[] নৌ পুলিশের প্রধান হিসাবে রয়েছেন অতিরিক্ত মহাপুলিশ পরিদর্শক মো: শফিকুল ইসলাম।

ইতিহাস

[সম্পাদনা]

২০১৩ সালের ১২ নভেম্বর নৌ পুলিশ প্রতিষ্ঠিত হয়।[] এটি বাংলাদেশ পুলিশের উপ-মহাপরিদর্শকের অধীনে ৭৪৭ জন কর্মী নিয়ে এটি যাত্রা শুরু হয়েছিল।[] ২০১০ সালের ২০ জুলাই ঢাকার মিরপুরে নৌ পুলিশের প্রথম ক্যাম্প প্রতিষ্ঠিত হয়। এর আগে ২০০৬ সালে বাংলাদেশ সরকার ঢাকা শহরের পাঁচটি অপরাধপ্রবণ স্থানের জন্য নৌ পুলিশ ক্যাম্পের অনুমোদন করে।[] ২০১৯ সালের জুন, নৌ পুলিশ রাজশাহী জেলায় কার্যক্রম শুরু করে।

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "নৌ পুলিশের চতুর্থ প্রতিষ্ঠা বার্ষিকী রবিবার"কালের কণ্ঠ। ১১ নভেম্বর ২০১৭। সংগ্রহের তারিখ ৭ সেপ্টেম্বর ২০২২ 
  2. "River police to be modernised"ডেইলি সান (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১১ এপ্রিল ২০২০ 
  3. "River police camp launched"bdnews24.com। সংগ্রহের তারিখ ১১ এপ্রিল ২০২০