নূরুল আনোয়ার (বই)

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
(নুরুল আনোয়ার থেকে পুনর্নির্দেশিত)
নুরুল আনোয়ার
লেখকশায়খ আহমদ ইবনে আবি সাঈদ মোল্লা জিউন
দেশভারত
ভাষাআরবি
বিষয়উসুলে ফিকহ

নূরুল আনোয়ার ( আরবি : نور الأنوار ; ইংরেজি : Nur-ul-Anuwar) হল ইসলামি শরিয়াতের একটি জ্ঞানশাস্ত্রীয় প্রসিদ্ধ গ্রন্থ যা উসুলে ফিকহ সম্পর্কিত। এটিতে চার প্রকারের আইনশাস্ত্রের সংজ্ঞা, বিধান রীতি রয়েছে। এর লেখক হলেন শায়খ আহমদ মোল্লা জিউন। তিনি একজন ভারতীয় মুসলিম পণ্ডিত । গ্রন্থটি মূলত ইসলামি আইনশাস্ত্রের নীতি নিয়ে প্রণীত বিখ্যাত গ্রন্থ আল-মানার-এর ভাষ্য । আর আল-মানার-এর রচয়িতা আবুল বারাকাত আবদুল্লাহ বিন আহমদ যিনি হাফিজ-উদ্দিন নাসফি নামেও পরিচিত।[১] নূরুল আনোয়ার গ্রন্থটি মোল্লা জিউন মক্কায় হজ্জের সফরে রচনা করেছিলেন ।

হাশিয়া ও শরাহ[সম্পাদনা]

পরবর্তীতে এই বইটির উপর অনেকেই হাশিয়া ও শরাহ (ব্যাখ্যাগ্রন্থ) লেখেন। এদের মধ্যে উল্লেখযোগ্য হল :

  • কামরুল আকমার হাশিয়ায়ে নুরুল আনোয়ার
  • মাওলানা ওবায়দুল হকের উর্দু শরাহ

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. نور الانوار مکتبہ البشریٰ کراچی