নীল বিশ্ববিদ্যালয়

স্থানাঙ্ক: ৩০°০০′৩৮″ উত্তর ৩০°৫৯′১২″ পূর্ব / ৩০.০১০৫° উত্তর ৩০.৯৮৬৭° পূর্ব / 30.0105; 30.9867
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
নীল বিশ্ববিদ্যালয়
جامعة النيل
Jāmiʿat al-Nil
বিশ্ববিদ্যালয়ের লোগো
ধরনজাতীয় বিশ্ববিদ্যালয়
স্থাপিত২০০৬, ১৮ বছর আগে
সভাপতিতারেক খলিল
অবস্থান,
৩০°০০′৩৮″ উত্তর ৩০°৫৯′১২″ পূর্ব / ৩০.০১০৫° উত্তর ৩০.৯৮৬৭° পূর্ব / 30.0105; 30.9867
শিক্ষাঙ্গনমূল ক্যাম্পাস: ২৬ জুলাই করিডোর, শেখ জায়েদ সিটি
ওয়েবসাইটnu.edu.eg
মানচিত্র

নীল বিশ্ববিদ্যালয় (আরবি: جامعة النيل) মিশরের প্রথম অলাভজনক, গবেষণা বিশ্ববিদ্যালয়। ২০০৬ সালের জুলাইয়ে মিশরীয় যোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের সহায়তায় এটি হয় প্রতিষ্ঠিত। এটি ২৬ জুলাই করিডোরের গিজার শেখ জায়েদের জুহায়না স্কোয়ারে অবস্থিত। বিশ্ববিদ্যালয়ের গবেষণা কেন্দ্রের পাশাপাশি স্নাতক এবং স্নাতকোত্তর প্রোগ্রাম রয়েছে।[১] [২]

স্নাতক প্রোগ্রাম[সম্পাদনা]

বর্তমানে, বিশ্ববিদ্যালয়ের ৫টি স্কুল রয়েছে:

▪︎ স্কুল অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড অ্যাপ্লাইড সায়েন্সেস।

▪︎ স্কুল অফ ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড কম্পিউটার সায়েন্স:

    • কম্পিউটার সায়েন্স প্রোগ্রাম।
    • কৃত্রিম বুদ্ধিমত্তা প্রোগ্রাম।
    • বায়োমেডিকাল ইনফরমেটিক্স প্রোগ্রাম।

▪︎ স্কুল অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন।

▪︎ বায়োটেকনোলজি স্কুল।

▪︎ স্কুল অফ ম্যানেজমেন্ট টেকনোলজি।

স্নাতকোত্তর প্রোগ্রাম[সম্পাদনা]

  1. স্কুল অফ ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড কম্পিউটার সায়েন্স (ITCS)
  2. স্কুল অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড অ্যাপ্লাইড সায়েন্সেস (ইএএস)
  3. স্কুল অফ ম্যানেজমেন্ট অফ টেকনোলজি (এমওটি)
  4. বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন স্কুল
  5. বায়োটেকনোলজি স্কুল

স্কুল অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড অ্যাপ্লাইড সায়েন্সেস[সম্পাদনা]

স্কুলগুলো নিম্নলিখিত প্রোগ্রাম প্রদান করে:

  • স্থাপত্য প্রকৌশল ও নগর নকশা বিভাগ।
  • সিভিল অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার ইঞ্জিনিয়ারিং বিভাগ:
    • ট্রান্সপোর্টেশন সিস্টেম ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যানেজমেন্ট।
    • জল এবং বর্জ্য জল প্রকৌশল এবং ব্যবস্থাপনা।
    • নির্মাণ প্রকৌশল ও ব্যবস্থাপনা।
  • ইলেকট্রনিক্স এবং কম্পিউটার ইঞ্জিনিয়ারিং বিভাগ:
    • ইলেকট্রনিক্স ও কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং প্রোগ্রাম।
    • কম্পিউটার ইঞ্জিনিয়ারিং প্রোগ্রাম।
  • শিল্প প্রকৌশল ও ব্যবস্থাপনা বিভাগ।
  • মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগ:
    • থার্মাল এনার্জি ইঞ্জিনিয়ারিং প্রোগ্রাম।
    • প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং এবং মেকানিক্যাল ডিজাইন প্রোগ্রাম।
    • মেকাট্রনিক্স ইঞ্জিনিয়ারিং প্রোগ্রাম।

গবেষণা কেন্দ্র[সম্পাদনা]

  1. স্মার্ট ইঞ্জিনিয়ারিং সিস্টেম সেন্টার
  2. তথ্য বিজ্ঞান কেন্দ্র
  3. ওয়্যারলেস ইন্টেলিজেন্ট নেটওয়ার্ক সেন্টার
  4. ন্যানো প্রযুক্তি কেন্দ্র
  5. ইন্টেলিজেন্ট ট্রান্সপোর্টেশন সিস্টেমের জন্য কেন্দ্র
  6. ন্যানো-ইলেক্ট্রনিক্স ইন্টিগ্রেটেড সিস্টেম সেন্টার
  7. উদ্ভাবন, উদ্যোক্তা এবং প্রতিযোগিতামূলক কেন্দ্র

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "Who We are – Nile University" (ইংরেজি ভাষায়)। ৩ জুলাই ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৪ জুলাই ২০২০ 
  2. "الجامعات الخاصة المعتمدة"scu.eg। ১২ জুলাই ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৪ জুলাই ২০২০