নিলয়
অবয়ব
নিলয় | |
---|---|
![]() কম্পিউটারের মাধ্যমে অ্যানিমেশনকৃত মানব হৃৎপিণ্ডের নিলয় | |
বিস্তারিত | |
শনাক্তকারী | |
লাতিন | ventriculus cordis |
মে-এসএইচ | D006352 |
টিএ৯৮ | A12.1.00.012 |
এফএমএ | FMA:7100 |
শারীরস্থান পরিভাষা |
নিলয় (ইংরেজি: Ventricle) হলো হৃৎপিণ্ডের নিচের দিকে দুটি বড় প্রকোষ্ঠের একটি যা শরীর এবং ফুসফুসের অভ্যন্তরে পেরিফেরাল বেডের দিকে একটি অ্যাট্রিয়াম থেকে গৃহীত রক্ত পাম্প করে বের করে দেয়।[১] অলিন্দ বা অ্যাট্রিয়াম হৃৎপিণ্ডের উপরের ডানদিকের একটি প্রকোষ্ঠ, যেটি একটি শ্বাসনালীর চেয়ে আকারে ছোট এবং রক্ত পাম্প করে থাকে। মানুষের হৃৎযন্ত্রের প্রতিটি সংকোচনে দুটি নিলয় থেকে কিছু পরিমাণ রক্ত সংবহনে নিক্ষিপ্ত হয়। বাম নিলয়-তন্ত্রীয় সংবহনে এবং দক্ষিণ নিলয় ফুসফুসীয় সংবহনে রক্ত প্রেরণ করে। প্রতিটি সংকোচনে প্রতি নিলয় থেকে কিছু পরিমাণ রক্ত তন্ত্রীয় ও ফুসফুসীয় সংবহনে নিক্ষিপ্ত হয়। একেই হার্দ উৎপাদ বলে। দেখা গেছে, দুটি নিলয়ের হার্দ উৎপাদের পরিমাণ একই।[২]
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "Ventricle | Left, Right & Atrium | Britannica"। www.britannica.com (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২৪-০২-১১।
- ↑ বই উদ্ধৃতি= Anatomy and Physiology for Nurses| লেখক=Evelyn Pearce| শিরোনাম=Circulatory System| প্রকাশক=Faber and Faber Limited, London| আইএসবিএন= 0 571 04699 1 | বছর=1973 | পাতা=157