নির্বাহী স্নাতকোত্তর উপাধি

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

নির্বাহী স্নাতকোত্তর উপাধি (এক্সিকিউটিভ মাস্টার) বা উচ্চতর অধ্যয়নে স্নাতকোত্তর উপাধি (মাস্টার অব অ্যাডভান্সড স্টাডিজ) স্নাতকোত্তর স্তরের একটি উপাধি যা বিশেষ করে কর্মজীবনের মধ্যবর্তী পর্যায়ে অবস্থিত নির্বাহী পেশাদার চাকুরিজীবীদের জন্য প্রণয়ন করা হয়ে থাকে। এ ধরনের উপাধিগুলির মধ্যে রয়েছে কলাবিদ্যায় নির্বাহী স্নাতকোত্তর উপাধি (এক্সিকিউটিভ মাস্টার অব আর্টস), বিজ্ঞানে নির্বাহী স্নাতকোত্তর উপাধি (এক্সিকিউটিভ মাস্টার অব সাইন্স), যোগাযোগে নির্বাহী স্নাতকোত্তর উপাধি (এক্সিকিউটিভ মাস্টার অব কমিউনিকেশন), মানবিক পণ্যস্থানান্তরবিদ্যা ও ব্যবস্থাপনায় উচ্চতর শিক্ষার নির্বাহী স্নাতকোত্তর উপাধি (এক্সিকিউটিভ মাস্টার অব অ্যাডভান্সড স্টাডিজ ইন হিউমেনিটারিয়ান লজিসস্টিকস এন্ড ম্যানেজমেন্ট), ইত্যাদি।

শিক্ষাক্রম কাঠামো[সম্পাদনা]

নির্বাহী স্নাতকোত্তর শিক্ষাক্রমে সাধারণত পূর্ণকালীন চাকরিরত পেশাদার ব্যক্তিরা অংশগ্রহণ করে থাকে, তাই এই ব্যাপারটি মাথায় রেখে শিক্ষাক্রমটি নকশা করা হয়৷ শিক্ষাক্রমটি সাধারণত দুই অথবা তিন বছরব্যাপী হয়ে থাকে।[১] পাঠগুলো দিনের বিভিন্ন সময় নেয়া হয়ে থাকে। তবে কিছু কিছু কোর্স এর ক্ষেত্রে ক্লাসগুলো রাতে অথবা সপ্তাহের শেষ দিকে নেয়া হয়ে থাকে৷ অবশ্য কিছু কিছু ক্ষেত্রে এক্সিকিউটিভ মাস্টার্স প্রোগ্রাম কোর্সটি এক বছরে সম্পূর্ণ করা যেতে পারে৷ বোলোঙ্গা সিস্টেম অনুসারে প্রোগ্রামটিতে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের প্রোগ্রাম কোর্সটি সম্পূর্ণ করে ডিগ্রি অর্জন করার জন্য ৬০ ইসিটিএস অর্জন করতে হবে৷ অন্য সিস্টেমগুলোতে প্রোগ্রামটি সম্পূর্ণ করার সময়কাল নির্ভর করে প্রণয়নকৃত সেমিস্টার এর একাডেমিক ক্রেডিট এবং কোর্স ক্রেডিট এর সর্বমোট সংখ্যা৷[২]

ধরন[সম্পাদনা]

যোগাযোগ বিষয়ে বিজ্ঞানে নির্বাহী স্নাতকোত্তর উপাধি[সম্পাদনা]

যোগাযোগ বিষয়ে বিজ্ঞানে নির্বাহী স্নাতকোত্তর উপাধি (এক্সিকিউটিভ মাস্টার অব সাইন্স ইন কমিউনিকেশন সংক্ষেপে ইএমএসকম, এমএসকম) উপাধিটি বৃহৎ ব্যবসাপ্রতিষ্ঠানে যোগাযোগমূলক পেশাদার (কর্পোরেট কমিউনিকেশন প্রফেশনাল) হিসাবে গড়ে ওঠার জন্য একটি বিশেষ উপাধি শিক্ষাক্রম।

বিপণন ও বিক্রয়ে নির্বাহী স্নাতকোত্তর উপাধি[সম্পাদনা]

ইতালির মিলান নগরীতে অবস্থিত বোক্কোনি বিশ্ববিদ্যালয়ের এসডিএ বোক্কোনি স্কুল অব ম্যানেজমেন্ট বিভাগ এবং স্পেনের বার্সেলোনার ইএসএডিই বিজনেস স্কুল বিপণন ও বিক্রয়ে নির্বাহী স্নাতকোত্তর উপাধি (এক্সিকিউটিভ মাস্টার ডিগ্রি ইন মার্কেটিং এন্ড সেলস) প্রদান করে থাকে৷ এ উপাধিটি বিপণন ও বিক্রয় ক্ষেত্রের পেশাদারদের দক্ষতা ও উপযুক্ততা বৃদ্ধি করার ক্ষেত্রে বিশেষ ভূমিকা পালন করে থাকে।

এক্সিকিউটিভ মাস্টার অব সাইন্স ইন হেলথ সিস্টেমস[সম্পাদনা]

যারা হেলথ সিস্টেম বা স্বাস্থ্য ব্যবস্থার উপর উচ্চশিক্ষা গ্রহণ করতে আগ্রহী, তাদের জন্য এক্সিকিউটিভ মাস্টার অব সাইন্স ইন হেলথ সিস্টেমস ডিগ্রিটি একটি উপযুক্ত ডিগ্রি৷

ভর্তি[সম্পাদনা]

সাধারণত এক্সিকিউটিভ মাস্টার্স প্রোগ্রাম এ ভর্তি হওয়ার জন্য আবশ্যিক যোগ্যতাসমূহ নিম্নরূপ: স্নাতক উপাধি, সংশ্লিষ্ট বিষয়ের উপর ৪-৫ বছরের কাজের অভিজ্ঞতা, নেতৃত্বদানের যোগ্যতা।

বিভিন্ন দেশে ভর্তির যোগ্যতা ভিন্ন হতে পারে।[৩] কিছু কিছু বিশ্ববিদ্যালয়ে কোর্সটি করার জন্য জিএমএটি, জিআরই অথবা সমমানের কোনো পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার যোগ্যতা প্রয়োজন হতে পারে।[৪]

উত্তীর্ণ হওয়ার যোগ্যতা[সম্পাদনা]

বোলোনিয়া নিয়ম অনুসারে উত্তীর্ণ হবার জন্য ৬০ ইসিটিএস ক্রেডিট অর্জন করতে হয়৷ অপরদিকে যুক্তরাষ্ট্রে কোর্সটি সম্পূর্ণ করে উত্তীর্ণ হওয়ার জন্য মার্কিন শিক্ষা মন্ত্রণালয়ের নিয়ম-নীতি অনুসারে ৩৩ টি ক্রেডিট অর্জন করতে হয়৷[৫] ক্রেডিটের সংখ্যা অবশ্য বিভিন্ন প্রতিষ্ঠানের ক্রেডিট সিস্টেমের উপর নির্ভর করে ভিন্ন হতে পারে৷ কোর্সটির শেষের অংশে একজন শিক্ষার্থীকে একটি থিসিস অথবা ফিল্ড প্রজেক্ট সম্পূর্ণ করতে হয়, যেক্ষেত্রে তাদেরকে সাধারণত ৩৫০ থেকে ৫০০ ঘণ্টা সময় ব্যয় করতে হয়৷[৬]

বিভিন্ন দেশে নির্বাহী স্নাতকোত্তর উপাধি[সম্পাদনা]

ইউরোপ[সম্পাদনা]

ইউরোপের বিভিন্ন দেশের বিশ্ববিদ্যালয়গুলি নির্বাহী স্নাতকোত্তর উপাধি প্রোগ্রাম অফার করে থাকে। সুইজারল্যান্ডের লুগানো বিশ্ববিদ্যালয় যোগাযোগের উপর প্রথম ১৯৯৯ সালে বিজ্ঞানে নির্বাহী স্নাতকোত্তর উপাধি চালু করে।[৭] ২০০৬ সালে লুগানো বিশ্ববিদ্যালয় মানবিক পণ্যস্থানান্তরবিদ্যা ও ব্যবস্থাপনায় উচ্চতর শিক্ষার নির্বাহী স্নাতকোত্তর উপাধি নামে নতুন একটি নির্বাহী স্নাতকোত্তর উপাধি চালু করে।

অস্ট্রেলিয়া[সম্পাদনা]

অস্ট্রেলিয়ার ইউনিভার্সিটি অব মেলবোর্ন এর দ্য গ্রাজুয়েট স্কুল অব হিউম্যানিটি বিভাগটি কলাবিদ্যায় নির্বাহী স্নাতকোত্তর উপাধি (এক্সিকিউটিভ মাস্টার অব আর্টস) প্রদান করে থাকে[৮] অস্ট্রেলিয়া এন্ড নিউজিল্যান্ড স্কুল অব গভর্নমেন্ট(এএনজেডএসওজি) জনপ্রশাসনে নির্বাহী স্নাতকোত্তর উপাধি (এক্সিকিউটিভ মাস্টার অব পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন ডিগ্রি) অফার করে থাকে৷[৯]

যুক্তরাষ্ট্র[সম্পাদনা]

আমেরিকার ম্যানহাটনে অবস্থিত বিংহামটন ইউনিভার্সিটি স্বাস্থ্যব্যবস্থা বিষয়ে বিজ্ঞানে নির্বাহী স্নাতকোত্তর উপাধি (এক্সিকিউটিভ মাস্টার অব সাইন্স ইন হেলথ সিস্টেম ডিগ্রি) প্রদান করে থাকে৷[১০]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. Bologna Process: Swiss National Report 2007-2008
  2. "Executive Master's Degree"। itm.edu। সংগ্রহের তারিখ ২৯ এপ্রিল ২০১৭ 
  3. Interview with the Head of USI Executive Master of Science in Communication program
  4. "Azusa Pacific University admission requirements"। ৩০ সেপ্টেম্বর ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৯ এপ্রিল ২০১৭ 
  5. U.S. Department of Education https://www2.ed.gov/about/offices/list/ous/international/usnei/us/credits.doc
  6. Interview with Head of the USI EMSCom program
  7. "MASHLM" 
  8. "সংরক্ষণাগারভুক্ত অনুলিপি"। ১২ ডিসেম্বর ২০১০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৯ এপ্রিল ২০১৭ 
  9. "সংরক্ষণাগারভুক্ত অনুলিপি"। ২২ জানুয়ারি ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৯ এপ্রিল ২০১৭ 
  10. "সংরক্ষণাগারভুক্ত অনুলিপি"। ৬ মে ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৯ এপ্রিল ২০১৭